A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ
C
মুহম্মদ এনামুল হক
D
আহমদ শরীফ
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি ‘সংক্ষিপ্ত বাংলা অভিধান’-এর সম্পাদক ছিলেন আহমদ শরীফ। ২০০৯ সালের মধ্যে বাংলা একাডেমি অভিধান ও শব্দকোষ মিলিয়ে প্রায় ৭০টির মতো অভিধান প্রকাশ করেছে। এইসব অভিধানের মধ্যে ক্ষুদ্র পরিভাষাকোষ থেকে শুরু করে বহুখণ্ডে প্রকাশিত বৃহৎ অভিধানও রয়েছে।
নিম্নে বাংলা একাডেমি থেকে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য অভিধানের নাম দেওয়া হলো—
-
আঞ্চলিক ভাষার অভিধান : প্রণেতা– ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
চরিতাভিধান : সম্পাদনা– শামসুজ্জামান খান ও অন্যান্য
-
উচ্চারণ অভিধান : প্রণেতা– নরেন বিশ্বাস
-
সমকালীন বাংলা ভাষার অভিধান (দুই খণ্ড) : সংকলক– আবু ইসহাক (প্রকাশকাল: ১৯৯৩ ও ১৯৯৮)
-
বানান অভিধান : প্রণেতা– জামিল চৌধুরী
-
লেখক অভিধান : সম্পাদনা– আশফাক-উল-আলম ও সহযোগীরা
-
মধ্যযুগের বাংলা ভাষার অভিধান : প্রণেতা– মোহাম্মদ আবদুল কাইউম এবং অন্যান্য
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর সম্পাদিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমির সরকারি ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
বাংলা একাডেমীর 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন?
Created: 1 week ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ এনামুল হক
C
মুহম্মদ মনসুর উদ্দিন
D
মুহম্মদ আবদুল হাই
বাংলা একাডেমী 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান':
- আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
---------------------------
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।
তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago
'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 2 months ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
-
পূর্ণ নাম: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
-
তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক ছিলেন।
-
মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক হিসেবে নিয়োগ পান।
-
‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি।
-
এছাড়াও তিনি ‘ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 1 week ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
অক্ষয়কুমার দত্ত
C
প্যারিচাঁদ মিত্র
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয়কুমার দত্ত।
• 'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- অক্ষয়কুমার দত্ত এ পত্রিকায় ১৮৫৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা ছিলো 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago