বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে?
A
১৯৮৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৮২ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে একটি।
-
প্রারম্ভিক সম্প্রচার: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, একটি পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রথম সম্প্রচার কেন্দ্র: তৎকালীন ডি আই টি ভবন (বর্তমানে রাজউক কার্যালয়) এর দুটি কক্ষে, যেখানে দৈনিক মাত্র ৩ ঘন্টা সম্প্রচার হত।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা: ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী।
-
নতুন ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি রামপুরার নিজস্ব টিভি ভবনে স্থানান্তরিত হয়।
-
রামপুরা ভবনে সম্প্রচার কার্যক্রমের সূচনা: ৬ই মার্চ ১৯৭৫ থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।
উৎস:
0
Updated: 1 month ago
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রথম নারী শহীদ কে?
Created: 1 month ago
A
শারমিন আক্তার
B
নাঈমা সুলতানা
C
তানজিলা নাযিয়া
D
তহমিনা রহমান
বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এক রক্তাক্ত অধ্যায়। এই আন্দোলনে নারীরাও জীবন উৎসর্গ করেছেন, যা সংগ্রামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
-
জুলাই শহীদের তালিকায় মোট ৮৪৪ জনের নাম সরকার গেজেট আকারে প্রকাশ করেছে।
-
এর মধ্যে ৬ থেকে ৬০ বছর বয়সী ১০ জন নারী শহীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
-
শহীদ নারী ১০ জনের মধ্যে ৭ জন ঢাকায়, ২ জন নারায়ণগঞ্জে এবং ১ জন সাভারে পুলিশের গুলিতে প্রাণ হারান।
-
প্রথম নারী শহীদ ছিলেন নাঈমা সুলতানা।
-
তিনি ২০২৪ সালের ১৯ জুলাই, রাজধানীর উত্তরার নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
0
Updated: 1 month ago
লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে?
Created: 1 month ago
A
আজম শাহ
B
বাহাদুর শাহ
C
শায়েস্তা খান
D
সম্রাট আওরঙ্গজেব
লালবাগ কেল্লা, যা কেল্লা আওরঙ্গবাদ বা আওরঙ্গবাদ দুর্গ নামে পরিচিত, ঢাকায় মোঘল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ কর্তৃক ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে নির্মাণ কাজ শুরু হয়। দুর্গের নকশা করেন শাহ আজম।
-
আজম শাহ মাত্র এক বছরের মধ্যে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। তখন একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের কাজ থেমে যায়।
-
১৬৮০ সালে নবাব শায়েস্তা খাঁ ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
-
শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর, ১৬৮৪ খ্রিস্টাব্দে দুর্গের নির্মাণ স্থগিত করা হয়।
-
পরী বিবিকে দরবার হল ও মসজিদের মাঝখানে সমাহিত করা হয়।
-
১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আधा-সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে।
-
এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে।
-
১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়।
-
এটি মোগল আমলের একটি চমৎকার নিদর্শন।
উৎস:
0
Updated: 1 month ago
ঊনসত্তরের গণআন্দোলনে কত দফা দাবি উত্থাপন করে?
Created: 1 month ago
A
৮ দফা
B
২১ দফা
C
১২ দফা
D
১১ দফা
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পূর্ব পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণআন্দোলন, যা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে জনগণের শক্তিশালী প্রতিরোধ ও জাতীয় চেতনার উন্মেষ ঘটায়। আন্দোলনটি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন রাজনৈতিক ও ছাত্র-সংগঠনের সমন্বয়ে আরও সংগঠিত হয়।
-
১৯৬৯ সালে ১১ দফা দাবি পেশ করা হয়।
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থান পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে বিবেচিত।
-
১৯৬৯ সালের ৪ জানুয়ারি, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মতিয়া ও মেনন গ্রুপ), পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ মিলে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করেন।
-
ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর ছয় দফার সঙ্গে মিলিয়ে আরও কিছু দাবি নিয়ে ১১ দফা দাবি পেশ করে।
-
২২ মার্চ, আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে অপসারণ করেন।
-
২৫ মার্চ, আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে গ্রাম ও শহরের কৃষক ও শ্রমিকদের মধ্যে শ্রেণি চেতনার উন্মেষ ঘটে।
0
Updated: 1 month ago