বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে?
A
১৯৮৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৮২ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে একটি।
-
প্রারম্ভিক সম্প্রচার: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, একটি পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রথম সম্প্রচার কেন্দ্র: তৎকালীন ডি আই টি ভবন (বর্তমানে রাজউক কার্যালয়) এর দুটি কক্ষে, যেখানে দৈনিক মাত্র ৩ ঘন্টা সম্প্রচার হত।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা: ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী।
-
নতুন ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি রামপুরার নিজস্ব টিভি ভবনে স্থানান্তরিত হয়।
-
রামপুরা ভবনে সম্প্রচার কার্যক্রমের সূচনা: ৬ই মার্চ ১৯৭৫ থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।
উৎস:

0
Updated: 1 day ago
কোন ব্যক্তি সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্য বিবেচিত হন?
Created: 1 day ago
A
১২ বছর এডভোকেট হলে
B
৮ বছর এডভোকেট হলে
C
১০ বছর এডভোকেট হলে
D
১৫ বছর এডভোকেট হলে
- ১০ বছর এডভোকেট বা বিচার বিভাগীয় পদে চাকুরির অভিজ্ঞতা থাকলে যোগ্য বিবেচিত হন।
• সুপ্রীম কোর্টের গঠন:
- বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রীম কোট।
- সুপ্রীম কোর্টের প্রধান হল প্রধান বিচারপতি।
- এ আদালতের দু’টি বিভাগ রয়েছে যথা- হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।
উল্লেখ্য,
- রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
- প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন।
- বাংলাদেশী কোন নাগরিক ১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা থাকলে বা ১০ বছর বিচার বিভাগীয় কোন পদে চাকুরি করলে সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হন।

0
Updated: 1 day ago
’অগ্নিশ্বর’ কোন ফসলের উন্নত জাত?
Created: 1 day ago
A
বেগুন
B
কলা
C
গম
D
টমেটো
উন্নত জাতের কলার জাত:
- অগ্নিশ্বর
উন্নত জাতের কলা।
- এছাড়াও, চাঁপা,
অগ্নিশ্বর, কবরী সিঙ্গাপুরী, কাবুলী,
মেহের সাগর, অমৃত সাগর, সবরি,
অনুপম, মালভোগ, মর্তমান।
• উচ্চ
ফলনশীল বেগুন জাত:
- চমক
এফ১, বিটি বেগুন, বিজয়,
পার্পল কিং, কাজলা (বারি
বেগুন ৪), নয়নতারা (বারি
বেগুন ৫), তারাপুরী (বারি
বেগুন ২), শুকতারা, ডিম
বেগুন, মুক্তকেশী।
• উচ্চ
ফলনশীল টমেটো জাত:
- বাহার,
রোমাভিএফ, রাজা, সুরক্ষা, হাইটম-২
• উচ্চ
ফলনশীল গমের জাত:
- কাঞ্চন,
আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

0
Updated: 1 day ago
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে?
Created: 1 week ago
A
মতিউর রহমান
B
সার্জেন্ট জহুরুল হক
C
ড. শামসুজ্জোহা
D
আসাদুজ্জামান আসাদ
১৯৬৯ সালের ২০শে জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হলে গণঅভ্যুত্থান নতুন মাত্রা লাভ করে।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
-
আইয়ুব সরকারের নিপীড়নের প্রতিবাদে ২০ জানুয়ারি ১৯৬৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পুলিশের গুলিতে আসাদুজ্জামান নিহত হন, যা গণঅভ্যুত্থানকে তীব্রতা দেয়।
-
আসাদুজ্জামান বা শহিদ আসাদ ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
-
২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস, এই দিনে সংগ্রামী জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। পুলিশের গুলিতে নবম শ্রেণির ছাত্র মতিউর এবং ছুরিকাঘাতে রুস্তম নিহত হন।
-
১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি ড. শামসুজ্জোহা শহিদ হন।
-
এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে আইয়ুব সরকারের পতন ঘটে এবং আইয়ুব খান ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
সূত্র:

0
Updated: 1 week ago