বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী-
A
মারমা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
ওঁরাও
উত্তরের বিবরণ
খাসিয়া হলো বাংলাদেশের একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যারা গারোদের মতোই মঙ্গোলীয় বংশোদ্ভূত। তাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, বসতি ও ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে।
-
খাসিয়া জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে।
-
এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্যে: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা, খর্বকায়।
-
প্রায় পাঁচ শত বছর আগে আসাম থেকে বাংলাদেশে এরা স্থানান্তরিত হয়।
-
খাসিয়াদের গ্রামকে ‘পুঞ্জি’ বলা হয়।
-
পুঞ্জিপ্রধানকে ‘সিয়েম’ বলা হয়।
-
বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে এদের বসতি।
-
ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশেও এরা বসবাস করে।
-
বর্তমানে শতকরা ৮০–৯০ ভাগ খাসিয়া খ্রিষ্টান ধর্মের অনুসারী।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?
Created: 1 month ago
A
ঋণ নিয়ন্ত্রণ
B
সঞ্চয় স্থানান্তর
C
ঋণ প্রদান
D
আমানত গ্রহণ
কেন্দ্রীয় ব্যাংক:
- প্রতিটি দেশে বাধ্যতামূলকভাবে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রা বাজার এবং ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে এসকল কার্যাদি সম্পন্ন করে থাকে। এটিকে সরকারের ব্যাংক বলে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য ছাড়া অর্থ ও মূদ্রা বাজারের স্থিতিশীলতা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অপরিসীম। সৃষ্টির পর থেকেই মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে।
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
⇒ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি:
- মুদ্রা প্রচলন।
- মুদ্রার মুল্যমান সংরক্ষণ।
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ।
- ঋণ নিয়ন্ত্রণ।
- রিজার্ভ সংরক্ষণ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ।
- বৈদেশিক মূদ্র্য ও বিনিময় নিয়ন্ত্রণ।
- সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি।
- সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
উৎস: ফিন্যান্স ও ব্যাংকিং, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
A World of Three Zeros. বইয়ের লেখক কে?
Created: 1 month ago
A
ড. মুহাম্মদ ইউনুস
B
জামাল নজরুল ইসলাম
C
অমর্ত্য সেন
D
ফজলুর রহমান খান
ড. মুহাম্মদ ইউনুস
-
জন্ম: ১৯৪০, বাথুয়া, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ
-
পেশা: ব্যাংকার, অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক
-
প্রধান অবদান:
-
ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক
-
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
-
-
পুরস্কার ও সম্মাননা:
-
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার (মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক)
-
বিশ্ব খাদ্য পুরস্কার
-
দক্ষিণ এশিয়ার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে (Banker to the Poor)
-
-
অন্যান্য রচিত বই:
-
A World of Three Zeros
-
Creating a World of Unlimited Potential
-
Without Poverty
-
Super Happiness
-
0
Updated: 1 month ago
URL এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http,https,ftp)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:→ প্রটোকল নাম -
www.google.com→ হোস্টনেইম -
maps→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago