বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক সংবাদ প্রোটালের নাম কী?
A
বিডি নিউজ ২৪
B
ইউএনবি
C
আরটিএনন
D
ইএনএস
উত্তরের বিবরণ
বিডিনিউজ২৪ বাংলাদেশের প্রথম অনলাইন-নির্ভর সংবাদ পোর্টাল হিসেবে পরিচিত। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ইন্টারেক্টিভ এবং সমন্বিত মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করে।
-
প্রকাশ মাধ্যম: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় অনলাইন
-
মালিকানা: বেক্সিমকো গ্রুপের বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেড
-
সম্পাদক ও মহাব্যবস্থাপক: সাবেক বিবিসি সম্প্রচারক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী
-
উদ্দেশ্য: দ্রুত, নির্ভরযোগ্য এবং সমন্বিত অনলাইন সংবাদ পরিবেশন
উৎস:

0
Updated: 1 day ago
কোন নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
Created: 3 weeks ago
A
চাকমা
B
ত্রিপুরা
C
লুসাই
D
গারো
গারো জনগোষ্ঠী
-
গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-
এরা দেশের টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলায় বসবাস করে।
-
বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে গারো জনগোষ্ঠী বসবাস করে।
-
নৃ-বিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
-
আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করেছিল।
-
পরে ভারতের উত্তর-পূর্ব পার্বত্য এলাকা এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এরা বসতি গড়ে।
-
গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
-
পরিবারে মা কর্তা ও সম্পত্তির অধিকারী, পিতা পরিবারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
-
সন্তানরা মায়ের পদবি অনুযায়ী পরিচিত হয়।
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে?
Created: 1 month ago
A
একদলীয় শাসনব্যবস্থা
B
বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা
C
তত্ত্বাবধায়ক গণতন্ত্র ব্যবস্থা
D
কোনটি নয়
রাজনৈতিক ব্যবস্থা:
-
বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।
-
বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
-
স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নেই এ দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য:
-
১৯৭৫ থেকে ১৯৯১ সময়ে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত ছিল।
-
বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত, যা এককক্ষ বিশিষ্ট।
সূত্র: পৌরনীতি ও নাগরিকতা: নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
ড. মুহাম্মদ ইউনুস কোন সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
Created: 1 week ago
A
২০০৬ সালে
B
২০০৩ সালে
C
২০০৪ সালে
D
২০০৫ সালে
ড. মুহাম্মদ ইউনুস একজন বাংলাদেশী নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ, যিনি ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
-
ড. মুহাম্মদ ইউনুস ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কাজ করেছেন।
-
অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
-
মুহাম্মদ ইউনুস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিতে নোবেল প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি।
-
তিনি বিশ্ব খাদ্য পুরস্কারও অর্জন করেছেন।
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
'দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে'
-
'Banker to the Poor'
তাঁর অন্যান্য রচিত বই:
-
A World of Three Zeros
-
Creating a World of Unlimited Potential
-
Without Poverty
-
Super Happiness
উৎস:

0
Updated: 1 week ago