বাংলাদেশে প্রথম খেতাব প্রাপ্ত গ্রান্ড মাস্টার কে?
A
নিয়াজ মোরশেদ
B
এনামুল হক বিজয়
C
জিয়াউর রহমান
D
রানী হামিদ
উত্তরের বিবরণ
বাংলাদেশে দাবার উচ্চতম খেতাব গ্র্যান্ড মাস্টার অর্জন করা একটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব। এই খেতাব আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে প্রদত্ত এবং একজন খেলোয়াড়ের কমপক্ষে ২৩০০ রেটিং থাকতে হয়।
-
বাংলাদেশ থেকে মোট পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছেন।
-
প্রথম গ্র্যান্ড মাস্টার: নিয়াজ মোরশেদ
-
১৯৮৭ সালে ২১ বছর বয়সে তিনি উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার হন।
-
দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচিত।
-
-
দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার: জিয়াউর রহমান
-
২০০২ সালে তিনি এই খেতাব পান।
-
বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন।
-
-
তৃতীয় গ্র্যান্ড মাস্টার: রিফাত বিন সাত্তার (২০০৬)
-
চতুর্থ গ্র্যান্ড মাস্টার: আবদুল্লাহ আল রাকিব (২০০৭)
উৎস:
0
Updated: 1 month ago
ECOSOC প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
Created: 1 month ago
A
১৮টি
B
২১টি
C
২২টি
D
২৯টি
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা, যা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে নীতি নির্ধারণ ও সদস্যদের আলোচনার কেন্দ্রবিন্দু।
-
মূল ভূমিকা:
-
টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার কেন্দ্র।
-
জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১–৭২ নং অনুচ্ছেদ) এ ECOSOC-এর কার্যক্রম বর্ণিত।
-
-
সদস্যপদ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি
-
বর্তমান সদস্য: ৫৪টি
-
সদস্য নির্বাচনের নিয়ম: প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়।
-
-
অধিবেশন: বছরে কমপক্ষে দুইবার অনুষ্ঠিত হয় নিউইয়র্ক বা জেনেভায়।
-
বাংলাদেশের সদস্যপদ:
-
২০২৫–২০২৭ মেয়াদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে।
-
১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়।
-
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দেয়া আছে?
Created: 1 month ago
A
১৪৯ নং অনুচ্ছেদে
B
১৫১ নং অনুচ্ছেদে
C
১৫২ নং অনুচ্ছেদে
D
১৫৩ নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ আইনের সংজ্ঞা ও কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা প্রদান করে।
-
আইন: কোনো আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, উপআইন, বিজ্ঞপ্তি বা অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা বা রীতি।
-
অধিবেশন (সংসদ-প্রসঙ্গে): সংবিধান প্রবর্তনের পর, বা সংসদ একবার স্থগিত বা ভেঙে গেলে যখন প্রথম মিলিত হয়, সেই সময় থেকে সংসদ স্থগিত বা ভেঙে যাওয়া পর্যন্ত চলা বৈঠকসমূহ।
-
অবসর-ভাতা: আংশিকভাবে প্রদেয় হোক বা না হোক, যে কোনো অবসর-ভাতা যা কোনো ব্যক্তিকে বা তার ক্ষেত্রে প্রদান করা হয়; এছাড়া ভবিষ্যত তহবিলের চাঁদা বা সংযোজিত অতিরিক্ত অর্থ এবং অবসরকালীন বেতন বা আনুতোষিক অন্তর্ভুক্ত।
প্রাসঙ্গিক অন্যান্য অনুচ্ছেদ:
-
১৪৯ নং অনুচ্ছেদ: প্রচলিত আইনের হেফাজত।
-
১৫১ নং অনুচ্ছেদ: রহিতকরণ।
-
১৫৩ নং অনুচ্ছেদ: প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ।
উৎস:
0
Updated: 1 month ago
খসড়া সংবিধান গণপরিষদে কবে উত্থাপিত হয়?
Created: 1 month ago
A
১১ এপ্রিল, ১৯৭২
B
১০ জুন, ১৯৭২
C
১২ অক্টোবর, ১৯৭২
D
৪ নভেম্বর, ১৯৭২
বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে।
-
১১ এপ্রিল ১৯৭২, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল।
-
দীর্ঘ আলোচনার পর ১২ অক্টোবর ১৯৭২ সালে সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয়।
-
পরবর্তীতে, ৪ নভেম্বর ১৯৭২ সালে সংবিধান আনুষ্ঠানিকভাবে গণপরিষদে গৃহীত হয়।
-
সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
0
Updated: 1 month ago