কোন উপজাতি নিজেদেরকে ’মারুচা’ বলে অভিহিত করে থাকেন?
A
গারো
B
ম্রো
C
খিয়াং
D
পাঙ্গন
উত্তরের বিবরণ
ম্রো হলো পার্বত্য চট্টগ্রামের একটি আদিবাসী জনগোষ্ঠী, যা বিশেষভাবে বান্দরবান জেলায় বসতি স্থাপন করেছে। তাদের নিজস্ব ভাষা, বর্ণমালা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা তিব্বতী-বর্মী ভাষাগোষ্ঠীর অংশ।
-
ম্রো জনগোষ্ঠীর প্রধান বসতি বান্দরবান জেলার বিভিন্ন এলাকায়, যেমন তোইন, মঙ্গু, তৈনফা, লুলোইং, উত্তরহানগড়, দক্ষিণ হানগড়, তঙ্কাবতী, হরিণঝুড়ি, টেকের পানছড়ি, রেনিখ্যং, পানতলা, থানখ্যং, সোয়ালক, তিনডো, সিংপা, আলীখং এবং ভারিয়াতালি মৌজায়।
-
ম্রোরা ম্রু ও মুরং নামেও পরিচিত।
-
তাদের নিজস্ব ভাষা থাকলেও পূর্বে বর্ণমালা ছিল না, বর্তমানে তাদের নিজস্ব বর্ণমালা তৈরি হয়েছে।
-
ম্রোরা তিব্বতী-বর্মী ভাষার একটি বিশেষ শাখা ব্যবহার করে।
-
বর্তমানে ম্রোদের নিজস্ব ভাষা ও বর্ণমালায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠ্যবই প্রণীত হয়েছে।
-
তারা নিজেদেরকে ‘মারুচা’ নামে অভিহিত করে।
-
ম্রোদের বংশ পরিচয় পিতৃতান্ত্রিক।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন জেলায় কন্দ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
Created: 1 month ago
A
বান্দরবান
B
মৌলভীবাজার
C
কক্সবাজার
D
রাঙ্গামাটি
কন্দ জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের আদি নিবাস ভারতের উড়িষ্যা রাজ্য। উনিশ শতকের মাঝামাঝিতে কন্দরা চা ও রেল শ্রমিক হিসেবে বাংলাদেশে আসে এবং রেললাইন নির্মাণের কাজে যোগদান করে। রেললাইন নির্মাণ শেষ হওয়ার পর তাদের একাংশ চা বাগানের শ্রমিক হিসেবে স্থায়ীভাবে বসতি স্থাপন করে।
-
আবাসস্থান: বর্তমানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন হরিণছড়া, উদনাছড়া, পুটিয়া ও লাখাউড়া এবং কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া চা বাগানে কন্দদের দেখা যায়
-
স্থানীয় নাম: অন্যান্য জনগোষ্ঠী তাদেরকে স্থানীয়ভাবে কুই নামে অভিহিত করে, কোথাও কোথাও উড়িয়া নামেও পরিচিত
-
সাদৃশ্য: কন্দদের সঙ্গে মধ্যভারতের ক্ষুদ্র জনগোষ্ঠী যেমন ভীল, কোল, মুন্ডা প্রভৃতির সাদৃশ্য বিদ্যমান
-
গোত্র ও দল: কন্দ জনগোষ্ঠী পাঁচটি দলে বিভক্ত, প্রতিটি দল ভিন্ন ভিন্ন গোত্র বা বংশের অন্তর্গত
-
পৌরাণিক ও পারিবারিক কাঠামো: কন্দ সমাজ পুরুষ প্রধান; পরিবারের পুত্রসন্তানরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী
-
ধর্ম ও পূজা: কন্দরা হিন্দুদের মতো বিভিন্ন দেবদেবীর পূজা করে; তাদের পারিবারিক দেবতাদের নামকরণ করা হয় যেমন ময়মুরুবিব, ত্রিনাথ ইত্যাদি
0
Updated: 1 month ago
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
Created: 1 month ago
A
এফবিসিসিআই
B
বিজিএমইএ
C
ডিসিসিআই
D
কোনটিই নয়
0
Updated: 1 month ago
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
খুলনা
C
গাজীপুর
D
যশোর
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা দেশের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
এটি গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
-
বিএমটিএফ-এ মোট ১৯টি কার্যকরী কারখানা রয়েছে।
-
সেনাবাহিনী প্রধান প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান।
-
প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে একটি বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালক দ্বারা পরিচালিত হয়।
0
Updated: 1 month ago