বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
A
১৯৭৫ সালে
B
১৯৬০ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৮০ সালে
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তিত হয় এবং এটি বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রদত্ত সম্মাননা। পুরস্কারটি সাহিত্যের বিভিন্ন শাখায় বিশিষ্ট ব্যক্তি ও গবেষকদের উৎসাহিত করার জন্য প্রদত্ত হয়।
-
কবিতা: মাসুদ খান
-
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
-
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
-
বিজ্ঞান: রেজাউর রহমান
-
অনুবাদ: জি এইচ হাবিব
-
গবেষণা: মুহম্মদ শামজাহান মিয়া
-
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
উৎস:

0
Updated: 1 day ago
বাংলাদেশের জাতীয় প্রতীকে নিম্নের কোনটি নেই?
Created: 2 weeks ago
A
তারকা
B
পান পাতা
C
শাপলা
D
ধানের শীষ
বাংলাদেশের জাতীয় প্রতীক
-
গঠন ও উপাদান:
-
বাংলাদেশের জাতীয় প্রতীক গ্রহণ করা হয় ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই।
-
প্রতীকটি হলো ভাসমান জাতীয় ফুল শাপলা, যার দুই পাশে ধানের শীষ ও পাটপাতা রয়েছে।
-
চারটি তারকা প্রতীকের ওপর স্থাপন করা আছে।
-
পানি, ধান ও পাট বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতির সঙ্গে সংযুক্ত।
-
ভাসমান শাপলা সৌন্দর্য, সুরুচি ও অঙ্গীকারের প্রতীক।
-
চারটি তারকা জাতীয় চারটি মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নির্দেশ করে।
-
-
ডিজাইনার ও ইতিহাস:
-
জাতীয় প্রতীকের ডিজাইন করেন পটুয়া কামরুল হাসান।
-
শাপলা এঁকেছেন মোহাম্মদ ইদ্রিস, ধানের শীষ ও পাটপাতা ও চারটি তারকা যুক্ত করেছেন শামসুল আলম।
-
এটি অনুমোদিত হয় ১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারি।
-
সংবিধানের প্রথম ভাগ, অনুচ্ছেদ ৪(৩)-এ প্রতীক সম্পর্কে বর্ণনা আছে।
-
-
ব্যবহার:
-
এই প্রতীক সাধারণ জনগণ ব্যবহার করতে পারে না।
-
কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যবহারের অনুমতি রাখেন।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 2 weeks ago
পাক-বাহিনীর আত্মসমর্পণে অস্থায়ী সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কে?
Created: 1 day ago
A
এম. এ. জি. ওসমানী
B
এ .কে. খন্দকার
C
কর্নেল আবু তাহের
D
ব্রিগেডিয়ার মীর শওকত আলী
পাক-বাহিনীর আত্মসমর্পণ:
- সময়: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
- স্থান: ঢাকার রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে।
- পাকিস্তান ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্য ও অস্ত্র-শস্ত্রসহ ভারতীয় ইস্টার্ন কামান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং আরোরার নিকট আত্মসমর্পণ করেন।
- নিয়াজী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন।

0
Updated: 1 day ago
মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার সাথে জড়িত কোন বাঙ্গালি বিজ্ঞানী?
Created: 5 days ago
A
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
B
সত্যেন্দ্রনাথ বসু
C
ড. কুদরাত-ই-খুদা
D
জগদীশ চন্দ্র বসু
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সংসদ আহ্বানের ক্ষমতা (অনুচ্ছেদ ৭২):
-
সংসদ আহ্বান:
-
জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন, কিন্তু এটি কার্যকর হয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী।
-
-
রাষ্ট্রপতির ভাষণ:
-
নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।
-
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
-
-
সংসদ মুলতবি ও ভাঙা:
-
রাষ্ট্রপতি সংসদ মুলতবি রাখতে পারেন।
-
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভাঙার ক্ষমতাও রাষ্ট্রপতির আছে।
-
-
বিশেষ পরিস্থিতি:
-
সংবিধানে বর্ণিত কিছু ক্ষেত্রে, যেমন রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ায়, সংসদ আহ্বান করতে পারেন স্পিকার।
-
সংক্ষিপ্তসার: রাষ্ট্রপতির ক্ষমতা সংসদ আহ্বান, মুলতবি রাখা ও ভাঙার ক্ষেত্রে মূলত প্রধানমন্ত্রীর পরামর্শের ওপর নির্ভরশীল, যা সংসদীয় শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে।

0
Updated: 5 days ago