পদাবলী লিখেছেন-
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
কায়কোবাদ
উত্তরের বিবরণ
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অনন্য কাব্যগ্রন্থ, যা বৈষ্ণব পদাবলির ধারা অনুসরণ করে এবং ব্রজবুলি ভাষায় রচিত।
এই কাব্যের প্রথম প্রকাশ ঘটে বাংলা সন ১২৯১ সালের আষাঢ় মাসে। প্রকাশের সময় কবির ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয় ‘ভানুসিংহ ঠাকুর’, আর প্রকৃত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই হন এই গ্রন্থের প্রকাশক।
প্রকাশনার সময় পাঠকদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ভানুসিংহের পদাবলী শৈশবের গীতিসঙ্গীতের পরিপূরক স্বরূপ প্রকাশিত হইল। ইহার অধিকাংশ পদ পুরাতন পাণ্ডুলিপি থেকে উদ্ধার করিয়া সংগৃহীত।”
এই কাব্যগ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ সংকলিত আছে। এর মধ্যে দুটি বিখ্যাত কবিতা হলো— মরণ ও প্রশ্ন।
মরণ কবিতার একটি চিরস্মরণীয় পঙ্ক্তি:
"মরণ রে, তুই মম শ্যামসমান।"
উৎস: ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্য।

0
Updated: 2 months ago
'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর' - পঙক্তির রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
জীবনানন্দ দাশ
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম
‘প্রভাতসঙ্গীত’ কাব্যগ্রন্থ
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৮৮৩ খ্রিষ্টাব্দ
-
কবিতার সংখ্যা: ২১টি
-
গুরুত্বপূর্ণ কবিতা: ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার অংশ বিশেষ:
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে
প্রভাত-পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ।

0
Updated: 4 weeks ago
'রমেশ ও কমলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 week ago
A
যোগাযোগ
B
চার অধ্যায়
C
নৌকাডুবি
D
চতুরঙ্গ
‘নৌকাডুবি’ উপন্যাস
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরণ: সামাজিক উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
মূল বিষয়: জটিল পারিবারিক সমস্যা
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নদাবাবু
অন্য উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের উপন্যাস ও চরিত্র:
-
যোগাযোগ: কেন্দ্রীয় চরিত্র – নায়িকা কুমুদিনী, নায়ক মধুসূদন
-
চার অধ্যায়: উল্লেখযোগ্য চরিত্র – অতীন, এলা, ইন্দ্রনাথ
-
চতুরঙ্গ: উল্লেখযোগ্য চরিত্র – শচীশ, দামিনী, শ্রীবিলাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
কবি বুদ্ধদেব বসু কোন কাব্যকে রবীন্দ্র-কাব্যের অনুবিশ্ব বলেছেন?
Created: 47 minutes ago
A
সোনারতরী
B
মানসী
C
চিত্র
D
গীতাঞ্জলি
"মানসী" কাব্যগ্রন্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ কাব্যসংকলন, যা তাঁর কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক ধাপ হিসেবে বিবেচিত। এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে এবং এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। কবি বুদ্ধদেব বসু "মানসী" কাব্যকে রবীন্দ্র-কাব্যের একটি স্বতন্ত্র অনুবিশ্ব হিসেবে আখ্যায়িত করেছেন।
-
কাব্যগ্রন্থের রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশের সাল: ১৮৯০
-
কাব্যের গুরুত্ব: কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ
-
কবিতার সংখ্যা: ৬৬ টি
-
বিশেষ মন্তব্য: বুদ্ধদেব বসু "মানসী" কাব্যকে রবীন্দ্র-কাব্যের অনুবিশ্ব হিসেবে দেখেছেন
• রবীন্দ্রনাথ ঠাকুর:
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
মাতা: সারদা দেবী
-
শৈশব: অনুকূল পরিবেশে কবি-প্রতিভার উন্মেষ
-
প্রতিষ্ঠা: ১৯০১ সালে 'শান্তিনিকেতন বিদ্যালয়'
-
স্বীকৃতি: ১৯১৩ সালে ইংরেজি 'গীতাঞ্জলি' (১৯১১) কাব্যের জন্য নোবেল পুরস্কার
• রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
-
প্রভাতসঙ্গীত্
-
মানসী
-
সোনার তরী
-
চিত্র
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ

0
Updated: 47 minutes ago