নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র?
A
আগুনের পরশমণি
B
ফাগুন হাওয়া
C
শ্যামল ছায়া
D
হাঙ্গর নদী গ্রেনেড
উত্তরের বিবরণ
বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলো ইতিহাস ও সংস্কৃতিকে চিত্ররূপে ফুটিয়ে তোলে। এসব চলচ্চিত্র শুধু বিনোদন নয়, বরং জাতির সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগের দলিল হিসেবে কাজ করে।
-
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র:
-
‘ফাগুন হাওয়া’ — পরিচালক: তৌকির আহমেদ
-
‘জীবন থেকে নেয়া’ — পরিচালক: জহির রায়হান
-
‘Let there be light’ — পরিচালক: জহির রায়হান
-
-
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র:
-
‘আগুনের পরশমণি’ — হুমায়ূন আহমেদ পরিচালিত; মুক্তি পায় ১৯৯৪ সালে
-
‘শ্যামল ছায়া’ — হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত চলচ্চিত্র
-
‘হাঙ্গর নদী গ্রেনেড’ — চাষী নজরুল ইসলাম পরিচালিত; এটি একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত
-
উৎস:

0
Updated: 1 day ago
নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা’ চলচ্চিত্রের পটভূমি কী?
Created: 1 week ago
A
মুক্তিযুদ্ধ
B
ভাষা আন্দোলন
C
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন
D
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গেরিলা চলচ্চিত্র
-
গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটির পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ।
-
এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
-
চলচ্চিত্রটি ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস।
-
যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ এবং এবাদুর রহমান।
-
প্রধান চরিত্রে অভিনয় করেছেন: জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

0
Updated: 1 week ago
"প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা" – এটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
Created: 5 days ago
A
অনুচ্ছেদ ২
B
অনুচ্ছেদ ৩
C
অনুচ্ছেদ ৭ক
D
অনুচ্ছেদ ৭খ
বাংলাদেশের সংবিধান: প্রথম ভাগ – রাষ্ট্রভাষা
-
অনুচ্ছেদ ৩:
-
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হলো বাংলা।
-
প্রথম ভাগের অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১: প্রজাতন্ত্র।
-
অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
-
অনুচ্ছেদ ২ক: রাষ্ট্রধর্ম।
-
অনুচ্ছেদ ৩: রাষ্ট্রভাষা।
-
অনুচ্ছেদ ৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
-
অনুচ্ছেদ ৫: রাজধানী।
-
অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব।
-
অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য।
-
অনুচ্ছেদ ৭ক: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ।
-
অনুচ্ছেদ ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য।

0
Updated: 5 days ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
জাপান
D
চীন
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।
• বস্ত্র খাত:
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় প্রায় ৪৬.৯৯ বিলিয়ন মার্কিন ডলার, যা উক্ত সময়ে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪.৫৭ শতাংশ।
• গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশের তৈরি পোশাক খাত ‘তৈরি পোশাক’ ও ‘নীটওয়্যার’ – ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় – ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
- একক পণ্য হিসাবে নীটওয়্যার সবচেয়ে বেশি রপ্তানি হয়। পরিমাণ – ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪, বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

0
Updated: 2 months ago