পাঙ্গন জাতিসত্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
A
খাসিয়া
B
মুণিপুরী
C
রাখাইন
D
মারমা
উত্তরের বিবরণ

0
Updated: 1 day ago
রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর -
Created: 4 days ago
A
০%
B
৫%
C
৭.৫%
D
১০%
মূল্য সংযোজন কর (Value Added Tax বা VAT) সংক্রান্ত তথ্য:
-
মূল্য সংযোজন কর হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের কর।
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর।
-
আইন ও কার্যকরকরণ:
-
১৯৯০ সালের মধ্য জুনে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) প্রণীত হয়।
-
১ জুলাই ১৯৯১ সালে মূল্য সংযোজন কর চালু হয়।
-
-
কর হার:
-
সকল পণ্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপিত।
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে কর হার ১৫%।
-
রপ্তানির ক্ষেত্রে কর হার ০%।
-
-
ভোক্তা দায়িত্ব: পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর প্রদানকারী।
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
কোন চলচ্চিত্রটি দেশ ভাগ নিয়ে নির্মিত হয়েছে?
Created: 1 day ago
A
আবার তোরা মানুষ হ
B
মাটির ময়না
C
মেঘের অনেক রং
D
চিত্রা নদীর পাড়ে
বাংলাদেশের চলচ্চিত্রে ইতিহাস ও সমাজের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়, বিশেষ করে দেশভাগ ও মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলিতে। এসব চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং জাতির সংগ্রাম, সামাজিক পরিবর্তন এবং মানুষের জীবনধারার দলিল হিসেবেও কাজ করে।
-
‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনধারার ওপর নির্মিত।
-
পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল; সিনেমাটি ১৯৯৮ সালে নির্মিত হয়।
-
এটি ১৯৯৯ সালে ৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
তানভীর মোকাম্মেলের অন্যান্য বিখ্যাত চলচ্চিত্র:
-
নদীর নাম মধুমতী
-
লালসালু
-
লালন
-
রাবেয়া
-
জীবনঢুলী
-
রূপসা নদীর বাঁকে
অন্যদিকে, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সামাজিক চিত্র ভিত্তিক চলচ্চিত্রগুলো হলো—
-
‘আবার তোরা মানুষ হ’ — পরিচালনা: খান আতাউর রহমান; যুদ্ধ-পরবর্তী সামাজিক চিত্র তুলে ধরে।
-
‘মাটির ময়না’ — ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র।
-
‘মেঘের অনেক রং’ — ১৯৭৬ সালে নির্মিত; পরিচালনা: হারুনর রশিদ।
উৎস:

0
Updated: 1 day ago
নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা’ চলচ্চিত্রের পটভূমি কী?
Created: 1 week ago
A
মুক্তিযুদ্ধ
B
ভাষা আন্দোলন
C
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন
D
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গেরিলা চলচ্চিত্র
-
গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটির পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ।
-
এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
-
চলচ্চিত্রটি ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস।
-
যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ এবং এবাদুর রহমান।
-
প্রধান চরিত্রে অভিনয় করেছেন: জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

0
Updated: 1 week ago