২০২৫ সালে কতজন ব্যক্তিকে একুশে পদক দেওয়া হয়?
A
১৯ জন
B
১৭ জন
C
১৫ জন
D
১২ জন
উত্তরের বিবরণ
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে।
-
ক্রীড়া: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মরণোত্তর), হেলাল হাফিজ (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
শিল্পকলার চলচ্চিত্র: আজিজুর রহমান
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
শিক্ষা: ড. নিয়াজ জামান
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরি
উৎস:
0
Updated: 1 month ago
জুলাই গণঅভ্যুত্থানে সরকারী গেজেটেড ভুক্ত শহিদের সংখ্যা কত?[ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৮৩৪ জন
B
৮২০ জন
C
৮৪৪ জন
D
৯৫০ জন
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি উল্লেখযোগ্য ঘটনা। এই আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন, যাদের স্মরণে সরকার আনুষ্ঠানিকভাবে শহীদদের তালিকা প্রকাশ করে আসছে।
-
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় সম্প্রতি আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
সরকারি গেজেট অনুযায়ী, এই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জন।
-
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত গেজেটে শহীদের সংখ্যা ছিল ৮৩৪ জন।
-
সরকার শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করছে।
-
এছাড়াও পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, চা উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 1 month ago
A
মৌলভীবাজার
B
সুনামগঞ্জ
C
চট্টগ্রাম
D
সিলেট
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী বিভিন্ন ফসলের উৎপাদনে শীর্ষ জেলা ও বিভাগগুলো নিম্নরূপ:
-
চা উৎপাদনে:
-
শীর্ষ জেলা: মৌলভীবাজার
-
দ্বিতীয় শীর্ষ জেলা: হবিগঞ্জ
-
শীর্ষ বিভাগ: সিলেট
-
-
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ
-
তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া
-
পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর
0
Updated: 1 month ago
বাংলাদেশের যৌতুক নিরোধ আইনের শাস্তি সর্বোচ্চ কত বছর?
Created: 1 month ago
A
১ বছর
B
৩ বছর
C
৫ বছর
D
৮ বছর
বাংলাদেশে যৌতুক বন্ধের জন্য ‘যৌতুক নিরোধ আইন-২০১৮’ প্রবর্তিত হয়েছে।
-
যৌতুকের সংজ্ঞা: বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসেবে এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের কাছে দাবি করা অর্থসামগ্রী বা অন্য কোনো সম্পদ।
-
প্রযোজ্য সময়: এই দাবি বিয়ের আগে, বিয়ের সময় বা পরে করা হলেও যৌতুক হিসেবে গণ্য হবে।
-
বিস্তারিত ব্যতিক্রম:
-
মুসলমানদের ক্ষেত্রে দেনমোহর যৌতুক হিসেবে গণ্য হবে না।
-
বিয়ের আসরে অতিথিরা যদি নিজের ইচ্ছায় উপহার প্রদান করে, তবে তা যৌতুক নয়।
-
দণ্ডবিধি (৩ ও ৪ ধারা অনুযায়ী):
-
যৌতুক দাবি, প্রদান বা গ্রহণের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড।
-
ন্যূনতম ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
-
যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করা ব্যক্তিও একই দণ্ডের অধীনে দণ্ডিত হবেন।
উৎস:
0
Updated: 1 month ago