২০২৫ সালে কতজন ব্যক্তিকে একুশে পদক দেওয়া হয়?
A
১৯ জন
B
১৭ জন
C
১৫ জন
D
১২ জন
উত্তরের বিবরণ
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে।
-
ক্রীড়া: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মরণোত্তর), হেলাল হাফিজ (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
শিল্পকলার চলচ্চিত্র: আজিজুর রহমান
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
শিক্ষা: ড. নিয়াজ জামান
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরি
উৎস:

0
Updated: 1 day ago
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে?
Created: 1 day ago
A
লিয়াকত আলী খান
B
খাজা নাজিমউদ্দীন
C
নুরুল আমিন
D
ধীরেন্দ্রনাথ দত্ত
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- ধীরেন্দ্রনাথ দত্ত সর্ব প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবী উত্থাপন করেন।

0
Updated: 1 day ago
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
ফরিদপুর
C
গাজীপুর
D
চাঁদপুর
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BTRI)
-
অবস্থান: ঢাকা, মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর।
-
প্রতিষ্ঠা:
-
১৯৫১ সালে পাট উন্নয়ন গবেষণার জন্য প্রতিষ্ঠিত।
-
স্বাধীনতার পর ১৯৭৪ সালে আইনসঙ্গতভাবে (Act) পুনঃপ্রতিষ্ঠা।
-
-
উদ্দেশ্য ও কার্যক্রম:
-
পাট ও পাটজাত আঁশ ফসলের কৃষি গবেষণা।
-
কারিগরি গবেষণা।
-
পাট থেকে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা।
-
-
ঐতিহাসিক পটভূমি:
-
১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো নেতৃত্বে ঢাকায় প্রথম পাট গবেষণা শুরু।
-
-
গবেষণা কেন্দ্রসমূহ:
-
কেন্দ্রীয় কেন্দ্র: মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
-
আঞ্চলিক কেন্দ্র: রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, চান্দিনা (কুমিল্লা)।
-
উপকেন্দ্র: তারাবো (নারায়ণগঞ্জ), মনিরামপুর (যশোর), কলাপাড়া (পটুয়াখালী)।
-
বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র: নশিপুর (দিনাজপুর)।
-
উৎস: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
স্বর্ণা সার আবিষ্কার করেন কে?
Created: 1 day ago
A
ড. আনোয়ার হোসেন
B
ড. আব্দুল খালেক
C
ড. মোবারক আহমেদ খান
D
ড. মাকসুদুল আলম
স্বর্ণা সার:
- স্বর্ণা এক প্রকার জৈব সার।
- এর বৈজ্ঞানিক নাম ফাইটা হারমোন ইনডিউসার।
- ১৯৮৭ সালে ড. সৈয়দ আব্দুল খালেক এই সার আবিষ্কার করেন।
উল্লেখ্য,
-'স্বর্ণা' নামের বহুল পরিচিত এই 'জৈবসার'-টি পেটেন্ট করা হয় ১৯৯৩ সালে।
- ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
- পাটের জিনোম আবিষ্কার করেন ড. মাকসুদুল আলম।

0
Updated: 1 day ago