রাখাইন জনগোষ্ঠী প্রধানত কোথায় বসবাস করে?
A
কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা
B
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা
C
রংপুর, দিনাজপুর, লালমনিরহাট
D
খুলনা, যশোর, মাগুরা
উত্তরের বিবরণ
রাখাইন হলো বাংলাদেশ ও মায়ানমারের একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, যাদের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ। তারা মূলত উপকূলীয় অঞ্চলে বসতি স্থাপন করেছে এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে।
-
রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম।
-
তারা মগ নামেও পরিচিত।
-
আঠারো শতকের শেষে আরাকান থেকে তারা বাংলাদেশে এসে কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
-
বর্তমানে রাখাইন সম্প্রদায়ের প্রধান বসবাস কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়।
-
এছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে তাদের বসতি রয়েছে।
-
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন জনগোষ্ঠীর বসতি রয়েছে।
-
‘রাখাইন’ শব্দটির উৎস পলি ভাষা।
-
ঐতিহাসিক তথ্যানুসারে, ১৭৮৪ সালে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইনদের আগমন ঘটে।
উৎস:
0
Updated: 1 month ago
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 1 month ago
A
৪নং
B
৮নং
C
৭নং
D
২নং
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টরগুলোতে দায়িত্ব পালনকারী কিছু গুরুত্বপূর্ণ যোদ্ধা:
-
১নং সেক্টর: ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রব
-
২নং সেক্টর: সিপাহি মোস্তফা কামাল
-
৪নং সেক্টর: সিপাহি হামিদুর রহমান
-
৭নং সেক্টর: ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গির
-
৮নং সেক্টর: ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
-
১০নং সেক্টর: স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না
0
Updated: 1 month ago
কোন শতকে সেন বংশের অবসান ঘটে?
Created: 1 month ago
A
১২ শতকে
B
১৩ শতকে
C
১৪ শতকে
D
১৫ শতকে
বাংলার ইতিহাসে সেন রাজাদের উত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১০৭০ থেকে ১২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৫০ বছর সেনরা বাংলায় শাসন করেন। পালবংশের পতনের পর বাংলায় সেন রাজবংশ প্রতিষ্ঠিত হয় এবং তারা ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকা নিজেদের দখলে আনে। এই সময়ে হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষ্মণ সেন, বিশ্বরূপ সেন ও কেশব সেন রাজ্য পরিচালনা করেন।
-
বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন, যদিও তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেনকে।
-
সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন।
-
১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজী নদীয়া আক্রমণ করলে লক্ষ্মণ সেন প্রতিরোধ না করে মুন্সিগঞ্জের বিক্রমপুরে পালিয়ে যান। এই অঞ্চলে তিনি আরও ২-৩ বছর রাজত্ব করেন।
-
সেনদের মূল রাজধানী ছিল নবদ্বীপ, তবে ১২০২ সালে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর আক্রমণের সময় তাদের অস্থায়ী রাজধানী নদীয়া ছিল।
-
নদীয়ায় আক্রমণের পর লক্ষ্মণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান।
-
লক্ষ্মণ সেনের মৃত্যুর পর সেন বংশ দুর্বল হয়ে পড়ে, এবং সামন্ত বিদ্রোহের ফলে বাংলায় সেনদের পতন ঘটে।
উৎস:
0
Updated: 1 month ago
বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা -
Created: 1 month ago
A
৪০০০০০ টাকা
B
৪৭৫০০০ টাকা
C
৫০০০০০ টাকা
D
৫৫০০০০ টাকা
করমুক্ত আয় সীমা (সাম্প্রতিক তথ্য অনুযায়ী)
বাংলাদেশে ব্যক্তিগত আয়কর ব্যবস্থায় করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ নির্ধারিত:
-
সাধারণ ব্যক্তির করমুক্ত আয়: ৩৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়: ৪০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়: ৪৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়: ৫০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয়: ৪৭৫,০০০ টাকা
ভবিষ্যৎ অর্থবছরের পরিবর্তন:
-
২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা বৃদ্ধি পেয়ে ৩৭৫,০০০ টাকা হবে।
0
Updated: 1 month ago