স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কখন?
A
১৯৭৩ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৭৬ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এর মাধ্যমে দেশের মোট জনসংখ্যা নিরূপণ করা হয় এবং পরবর্তীতে নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হতে থাকে।
-
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
-
সে সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
-
প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয়।
-
এখন পর্যন্ত দেশে মোট ৬টি আদমশুমারি সম্পন্ন হয়েছে—১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ এবং সর্বশেষ ২০২২ সালে।
-
২০২২ সালের ১৫–২১ জুন ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয়।
-
এই শুমারিটি ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে পরিচালিত হয়।
-
আদমশুমারি পরিচালনার দায়িত্বে থাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
উৎস:

0
Updated: 1 day ago
২০২৪ সালে দেশে কোন খাতে সর্বাধিক বৈদেশিক বিনিয়োগ এসেছে?
Created: 2 weeks ago
A
ব্যাংকিং খাত
B
কৃষি ও মৎস্য খাত
C
পোশাক খাত
D
টেলিকমিউনিকেশন খাত
বৈদেশিক বিনিয়োগ:
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- ২০২৪ সালে দেশে মোট নেট এফডিআই এসেছে ১.২৭ বিলিয়ন ডলার বা ১২৭ কোটি ডলার।
- এটি ২০২৩ সালের তুলনায় ১৩.২৫ শতাংশ কম।
⇒ ২০২৪ সালে আসা মোট এফডিআইয়ের মধ্যে ৬২২ মিলিয়ন ডলার ছিল রিইনভেস্টেড আর্নিংস।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে—৪১৬ মিলিয়ন ডলার।
- এরপর পোশাক খাতে এসেছে ৪০৭ মিলিয়ন ডলার।
- এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ কোটি ৬০ লাখ, কৃষি ও মৎস্য খাতে ৭ কোটি ৫ লাখ এবং ট্রেডিং খাতে ৫ কোটি ৬৩ লাখ ডলার এফডিআই এসেছে।
- এর মধ্যে বিদেশি বিনিয়োগ বেড়েছে চামড়া, কৃষি, মৎস্য ও ট্রেডিং খাতে; কমেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতে। এ ছাড়া বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যালস ও টেলিকমিউনিকেশন খাতেও গত বছর এফডিআই কমেছে।

0
Updated: 2 weeks ago
অজয় বঙ্গ বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
Created: 1 week ago
A
১২তম
B
১৩তম
C
১৪তম
D
১৫তম
বিশ্বব্যাংক (World Bank) হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর নামেই পরিচিত।
-
প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
প্রারম্ভিক সদস্য: ৩৮টি দেশ
-
বর্তমান সদস্য: ১৮৯টি দেশ
-
সর্বশেষ সদস্য: নাউরু
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান অঙ্গসংস্থা: ৫টি
বর্তমান প্রেসিডেন্ট – অজয় বঙ্গ:
-
পদ: ১৪তম প্রেসিডেন্ট
-
নিয়োগ: ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য
-
পূর্ব কর্মজীবন: ভিসা ও মাস্টারকার্ডের CEO
-
অন্যান্য দায়িত্ব: দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা, নিউ ইয়র্ক ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান
-
বিঃদ্রঃ: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত হয়ে থাকে

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
Created: 1 day ago
A
৩০ জন
B
৩২ জন
C
৩৪ জন
D
৪০ জন
সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং
- ১২ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

0
Updated: 1 day ago