২০২৫ সালে ’স্বাধীনতা পুরস্কার’ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে লাভ করেন কে?
A
অধ্যাপক জামাল নজরুল ইসলাম
B
বদরুদ্দীন মোহাম্মদ উমর
C
মোহাম্মদ মাহবুবুল হক খান
D
স্যার ফজলে হাসান আবেদ
উত্তরের বিবরণ
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা প্রতিবছর স্বাধীনতা দিবসে প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানকে স্মরণ ও সম্মান জানানো হয়েছে।
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
-
শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখ করা যায় যে—
-
স্বাধীনতা পদক হলো বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
-
এই পদক ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রদান করা হচ্ছে।
-
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
উৎস:

0
Updated: 1 day ago
দেশের প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয় কোন জেলায়?
Created: 1 day ago
A
কুড়িগ্রাম
B
পঞ্চগড়
C
মৌলভীবাজার
D
সিলেট
অর্গানিক চা:
- অর্গানিক বা ভেষজ চা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনোরকম ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম উপাদান ছাড়া উৎপাদন প্রক্রিয়া।
- অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না।
- বাংলাদেশে পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়।
- ২০০০ সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে চায়ের আবাদ শুরু হয়।
- উৎপাদন শুরু হয় ২০০৪ সালে।
- বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে।
উল্লেখ্য,
- দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান ১৭০ টি। [আগস্ট,২০২৫]
- মৌলভীবাজার জেলায় অবস্থিত ৯০টি চা বাগান,
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান,
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান,
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ০২টি
উৎস: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 day ago
বাংলার কোন সুলতানের শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?
Created: 1 week ago
A
শামসুদ্দীন ইলিয়াস শাহ
B
গিয়াসউদ্দিন আজম শাহ
C
রুকনুদ্দিন বারবক শাহ
D
আলাউদ্দিন হোসেন শাহ
আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালে বাংলায় শান্তি, সমৃদ্ধি এবং শিল্প-সাহিত্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটে, যার কারণে তার শাসনকালকে প্রায়শই বাংলার স্বর্ণযুগ বলা হয়।
আলাউদ্দিন হোসেন শাহ:
-
তিনি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা।
-
১৪৯৩ সালে ‘আলাউদ্দিন হোসেন শাহ’ উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন।
-
তার সময়ে আরাকান ও চট্টগ্রাম দখল করা হয়।
-
নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তি প্রাধান্য পেত।
-
বাংলাকে রাজদরবারের ভাষা হিসেবে স্বীকৃতি দেন।
-
বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন।
-
তাকে নৃপতি তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবতার উপাধিতে অভিহিত করা হতো।
-
তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
জনকল্যাণমূলক কাজ যেমন লঙ্গরখানা স্থাপন ও পানির কূপ খনন করেন।
-
বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং খানকাহ নির্মাণ করেন।
-
বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেবকে সম্মান এবং ধর্ম প্রচারে সুবিধা প্রদান করেন।
-
তার সময়ে বিজয়গুপ্ত পদ্মপুরাণ, মনসা মঙ্গল, বিপ্রদাস মনসা বিজয়, যশোরাজ খান শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচিত হয়।
-
মালাধর বসু শ্রীমদ্ভাগবত বাংলা ভাষায় অনুবাদ করেন।
-
তিনি নিজেও শ্রীকৃষ্ণ বিজয় নামে একটি কাব্য রচনা করেন।
-
রাজত্বকালে গৌড়ের ‘ছোট সোনা’ মসজিদ নির্মিত হয়।
-
দীর্ঘ ২৬ বছর শাসন করার পর ১৫১৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
সূত্র:

0
Updated: 1 week ago
রাজনৈতিক দল হচ্ছে -
Created: 1 day ago
A
ধর্মভিত্তিক সংগঠন
B
বিক্ষিপ্ত জনগোষ্ঠী
C
ঐক্যবদ্ধ, সচেতন ও ক্ষমতায় আগ্রহী জনগোষ্ঠী
D
কেবল মাত্র নির্বাচনকালীন সংগঠন
- রাজনৈতিক
দল হচ্ছে একটি সংঘবদ্ধ জনসমষ্টি, যারা রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা অর্জনের মাধ্যমে তাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়।
- এরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে সরকার
গঠনে প্রতিযোগিতা করে।
রাজনৈতিক দলের সংজ্ঞা:
- যখন কোন জনসমষ্টি রাষ্ট্রের
সমস্যা সম্পর্কে একমত পোষণ করে,
নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা আরোহণে আগ্রহী এবং রাজনীতি সচেতন
হয়ে সংঘবদ্ধ হয় তখন এই
সংঘবদ্ধ একদল লোককে 'রাজনৈতিক
দল' বলে।
- বার্ক বলেন, "রাজনৈতিক দল এরূপ একটি
জনসমষ্টি যারা কিছু ঐক্যবদ্ধ
নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ অর্জনের জন্যে সংঘবদ্ধ হয়েছে।”
- অধ্যাপক গেটেল বলেন, “রাজনৈতিক দল বলতে কম-বেশি সংগঠিত একদল
লোককে বোঝায়, যারা রাজনৈতিকভাবে এককরূপে
কাজ করে এবং ভোটাধিকার
প্রয়োগের মাধ্যমে সরকার গঠন ও কর্মসূচি
বাস্তবায়ন করতে চায়।”
- অধ্যাপক ফাইনার বলেন, "আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক
দলের শাসন।”
- ম্যাকাইভার বলেন, রাজনৈতিক দল বলতে সেই
জনগোষ্ঠীকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির
ভিত্তিতে সম্মিলিত এবং নিয়মতান্ত্রিক পন্থায়
সরকার গঠনে প্রয়াসী।”
অধ্যাপক সুম্পিটার রাজনৈতিক দলের একটি সংক্ষিপ্ত
অথচ উত্তম সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, "রাজনৈতিক
দল এমন একটি সংস্থা
যার সদস্যবৃন্দ রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ঐক্যবদ্ধ।”
- বস্তুত রাজনৈতিক দল বলতে এমন
এক সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায় যারা রাষ্ট্রের সমস্যা
সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যায়। প্রকৃত রাজনৈতিক
দলের কাছে নেতা ও
দলের চেয়ে দেশের স্বার্থ
বড়।

0
Updated: 1 day ago