গারোদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?
A
বৈসাবি
B
ওয়ানগালা
C
রথযাত্রা
D
সাংগ্রাই
উত্তরের বিবরণ
গারো জনগোষ্ঠী মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। তারা নিজেদের পরিচয়ে বৈচিত্র্য বহন করে এবং ভাষা ও সংস্কৃতিতে বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে। তাদের সমাজে মাতৃতান্ত্রিক প্রথা ও বিশেষ উৎসব গুরুত্ব পায়। অন্যদিকে, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নববর্ষ ও ধর্মীয় উৎসবও স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ।
-
গারো জনগোষ্ঠী ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাস করে।
-
ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় গারোদের বসবাস রয়েছে।
-
গারোরা ভাষা অনুযায়ী বোডো-মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
-
জাতিগত পরিচয়ে অনেক গারো নিজেদেরকে মান্দি বলে উল্লেখ করে।
-
গারো ভাষায় ‘মান্দি’ শব্দের অর্থ হলো ‘মানুষ’।
-
গারো সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
-
তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হলো ‘ওয়ানগালা’।
অন্যদিকে,
-
বৈসাবি হলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলের তিনটি প্রধান আদিবাসী সম্প্রদায়—ত্রিপুরা, মারমা ও চাকমাদের নববর্ষের উৎসবের সম্মিলিত নাম।
-
রথযাত্রা বা রথদ্বিতীয়া হলো আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব।
-
সাংগ্রাই হলো বাংলাদেশী মারমা ও রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০নং সংসদীয় আসন কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
খাগড়াছড়ি
B
রাঙ্গামাটি
C
বান্দরবান
D
কক্সবাজার
বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে, যার মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় ৩০০টি আসন। বাকিগুলো সংরক্ষিত নারী আসন হিসেবে নির্ধারিত।
-
জাতীয় সংসদের ১নং আসন হলো পঞ্চগড়-১।
-
বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি—এই তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
-
জাতীয় সংসদের ৩০০নং আসন হলো বান্দরবান।
উৎস:
0
Updated: 1 month ago
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস না হওয়ার প্রধান কারণ -
Created: 1 month ago
A
সোভিয়েত ইউনিয়নের ভেটো
B
মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো
C
ভারতের আপত্তি
D
চীনের অনুপস্থিতি
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়নি, যা বাংলাদেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত।
প্রধান তথ্যসমূহ:
-
মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে।
-
সোভিয়েত ইউনিয়ন সেই তিনবারের প্রতিটি প্রস্তাবেই ভেটো দেয়।
-
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করে।
-
তার পাল্টা হিসেবে ভারত মহাসাগরে অবস্থানরত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়।
সূত্র:
0
Updated: 1 month ago
ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন?
Created: 1 month ago
A
৪২তম
B
৫৮তম
C
৬৭তম
D
৭৯তম
জাতিসংঘ সাধারণ পরিষদ – ৭৯তম অধিবেশন (২০২৪)
-
সময় ও স্থান: সেপ্টেম্বর, ২০২৪; নিউ ইয়র্ক, জাতিসংঘ সদর দপ্তর
-
সভাপতি: ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং
-
আলোচ্য বিষয়:
-
সংঘাত নিরসন
-
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন
-
উন্নয়নশীল দেশগুলোর সহায়তা
-
অন্যান্য বৈশ্বিক ও মানবিক বিষয়
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন
-
তার ভাষণ হয় ২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
এটি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের অংশগ্রহণ
-
0
Updated: 1 month ago