Shakespeare-এর Hamlet একটি Tragedy।
Hamlet:
-
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet English literature-এর অন্যতম প্রসিদ্ধ tragedy।
-
অন্যান্য tragedy-এর মতো এটিও ৫টি অঙ্কে বিভক্ত।
-
১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা tragedy টি ১৬০৩ সালে প্রকাশিত হয়।
-
কেন্দ্রীয় চরিত্র Hamlet, ডেনমার্কের রাজপুত্র, যিনি জার্মানি থেকে দেশে ফিরে এসে বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করেন। তিনি জানতে পারেন, তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
-
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনার মাধ্যমে tragedy-এর কাহিনী এগোয় এবং শেষাংশে Hamlet-এর মৃত্যু দিয়ে সমাপ্তি ঘটে।
Main characters:
-
Hamlet
-
Ophelia
-
Claudius
-
Gertrude
-
Horatio (Hamlet-এর বিশ্বস্ত বন্ধু)
-
Polonius (Ophelia-এর পিতা)
-
Laertes (Ophelia-এর ভাই)
Famous quotations from Hamlet:
-
"To be or not to be, that is the question."
-
"Frailty, thy name is woman."
-
"Brevity is the soul of wit."
-
"Listen to many, speak to a few."
-
"Though this be madness, yet there is method in't."
-
"Conscience does make cowards of us all."
-
"One may smile, and smile, and be a villain."
-
"There's a divinity that shapes our ends, Rough-hew them how we will."
-
"There is nothing either good or bad, but thinking makes it so."
-
"There are more things in heaven and earth, Horatio, Than are dreamt of in your philosophy."
William Shakespeare (1564-1616):
-
English poet, dramatist, এবং actor।
-
তাকে 'English National Poet' বলা হয়।
-
জন্ম Stratford-upon-Avon-এ, তাই তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে গণ্য।
-
Shakespeare মূলত Drama এবং Sonnet-এর জন্য পরিচিত।
-
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি play লিখেছেন।
-
এছাড়া কিছু Long narrative poem-ও রচনা করেছেন।
Notable Works (Plays):
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest