Vacillate... Hesitate
A
Persevere... Waiver
B
Impulsive... Deliberate
C
Obstinate...Accommodating
D
Irresolute ... Indecisive
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: Irresolute ... Indecisive
• প্রশ্নে উল্লেখিত শব্দদ্বয়:
-
Vacillate অর্থাৎ দ্বিধাগ্রস্ত হওয়া বা সিদ্ধান্তহীনতায় ভোগা।
-
Hesitate অর্থও প্রায় একই—দ্বিধা করা বা সিদ্ধান্ত নিতে দেরি হওয়া।
• সঠিক উত্তর হিসেবে যে শব্দজোড়া দেওয়া হয়েছে:
-
Irresolute বোঝায় অস্থিরমতি, সিদ্ধান্তহীন, মনস্থির করতে অক্ষম এমন মনোভাব।
-
Indecisive অর্থ হয় অনির্ণায়ক বা এমন কেউ যিনি সিদ্ধান্ত নিতে পারেন না।
→ অর্থাৎ, এই শব্দজোড়াটি একে অপরের সমার্থক—দুটোই সিদ্ধান্তহীনতা বোঝায়।
• অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
Persevere মানে হচ্ছে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া; আর Waiver হলো কোনো দাবি বা অধিকার থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসা—এই দুটি শব্দের অর্থ একে অপরের বিপরীত।
-
Impulsive মানে আবেগপ্রবণ; হঠাৎ আবেগে কাজ করে ফেলা। অপরদিকে Deliberate বোঝায় চিন্তাভাবনা করে করা কোনো কাজ—দুটোর মাঝে স্পষ্ট বৈপরীত্য।
-
Obstinate বোঝায় জেদি বা একগুঁয়ে মনোভাব, যেখানে Accommodating মানে হচ্ছে নমনীয় বা অন্যদের সাহায্য করতে ইচ্ছুক—এখানেও অর্থগতভাবে তারা বিপরীত।
→ তাই, শুধুমাত্র "Irresolute ... Indecisive" শব্দজোড়াটিই সঠিক সমার্থক সম্পর্ক উপস্থাপন করে।
উৎস:
-
বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি
-
ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 3 months ago
Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. (22-25) Eager - Indifferent
Created: 3 months ago
A
Concerned - Careful
B
Anxious - Nervous
C
Enthusiastic - Halfhearted
D
Devoted - Dedicated
• Eager:
Meaning: উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীর।
• Indifferent:
Meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।
Options,
ক)
Concerned: উদ্বিগ্ন ; সংশ্লি্ষ্ট।
Careful: সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।
খ)
Anxious: উদ্বিগ্ন।
Nervous: স্নায়ু সম্বন্ধীয়; স্নায়বীয়।
গ)
Enthusiastic: অত্যুৎসাহী।
Halfhearted: উত্সাহশূন্য; শিথিল-উদ্যম।
ঘ)
Devoted: অনুরক্ত।
Dedicated: নিয়োজিত/উৎসর্গ করা।
Analogy: Eager : Indifferent :: Enthusiastic : Halfhearted.
কারণ এটি মূল শব্দজুটির মতো বিপরীত সম্পর্ক প্রকাশ করে।
0
Updated: 3 months ago
Assert ... Dissent.
Created: 3 months ago
A
Affirm... Object.
B
Reject... Disapprove.
C
Acknowledge... Recognize.
D
Endorse... Ratify.
সঠিক উত্তর: Affirm... Object
প্রশ্নে প্রদত্ত শব্দগুলোর অর্থ ও বিশ্লেষণ:
-
Assert – কোন কিছু দৃঢ়ভাবে বলা বা দাবি করা; কখনো কখনো অধিকার দাবি করার অর্থেও ব্যবহৃত হয়।
-
Dissent – মতভেদ পোষণ করা; কারো বক্তব্য বা সিদ্ধান্তে একমত না হয়ে ভিন্নমত প্রকাশ করা।
সঠিক উত্তর হিসেবে নির্বাচিত শব্দজোড়া:
-
Affirm – দৃঢ়তার সঙ্গে কিছু ঘোষণা করা বা সমর্থন করা।
-
Object – আপত্তি জানানো বা বিরোধিতা করা।
এই শব্দজোড়ার মধ্যে সম্পর্কটি হলো—বিপরীতার্থক। Affirm বলতে বোঝায় সমর্থন বা অনুমোদন, আর Object হলো সেই বক্তব্য বা মতের বিরুদ্ধে আপত্তি জানানো। অর্থাৎ, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, অন্যটি নেতিবাচক।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
Reject - Disapprove
➤ উভয় শব্দই কিছু প্রত্যাখ্যান বা অনুমোদন না করার অর্থে ব্যবহৃত হয়। সুতরাং এরা সমার্থক। -
Acknowledge - Recognize
➤ এই দুটি শব্দের অর্থ প্রায় একই: কোনো বিষয় বা ব্যক্তিকে স্বীকার করে নেওয়া বা চেনা। -
Endorse - Ratify
➤ উভয় শব্দই সমর্থন বা আনুষ্ঠানিক অনুমোদনের অর্থে ব্যবহৃত হয়।
সারসংক্ষেপে বলা যায়:
বাকী প্রতিটি জোড়া শব্দ পরস্পরের সমার্থক, কেবলমাত্র Affirm…Object একমাত্র বিপরীতার্থক শব্দজোড়া—যেটি সঠিক উত্তরকে নির্দেশ করে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।
0
Updated: 3 months ago
Submissive - Disobedient
Created: 3 months ago
A
Comply - Conform
B
Heed - Acquiesce
C
Observe - Defy
D
Obey - Hearken to
Submissive মানে এমন একজন ব্যক্তি যিনি অন্যের আদেশ বা ইচ্ছার প্রতি নিজেকে সঁপে দেন; এক কথায়, বশ্য বা বাধ্য। এর বিপরীতে রয়েছে Disobedient, অর্থাৎ যে কেউ নিয়ম বা আদেশ অমান্য করে — অবাধ্য।
তেমনি কিছু শব্দজোড়া নিচে দেওয়া হলো, যাদের অর্থ ও পারস্পরিক সম্পর্ক একইভাবে তুলনামূলকভাবে ব্যাখ্যা করা হয়েছে:
(ক)
Comply বোঝায় কারো ইচ্ছা বা নির্দেশে সম্মত হওয়া, মেনে নেওয়া বা মত দেওয়া।
Conform বোঝায় সমাজ বা প্রতিষ্ঠিত রীতিনীতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলা।
(খ)
Heed মানে মনোযোগ দেওয়া, গুরুত্ব সহকারে লক্ষ্য করা।
Acquiesce বোঝায় কোনো কিছুর প্রতি মৌন সম্মতি বা বাধ্যগতভাবে রাজি হয়ে যাওয়া।
(গ)
Observe মানে মনোযোগসহ কিছু দেখা বা পর্যবেক্ষণ করা, আবার নিয়ম বা আইন পালন করাও বুঝায়।
এর বিপরীতে Defy মানে প্রকাশ্যে বিরোধিতা করা, অমান্য করা বা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।
(ঘ)
Obey অর্থ কারো আদেশ বা নির্দেশ মেনে চলা বা আনুগত্য প্রকাশ করা।
Hearken to হলো কারো কথায় কান দেওয়া বা গুরুত্বসহকারে শ্রবণ করা।
Analogy ব্যাখ্যা
যেমন Submissive : Disobedient একটি বিপরীতধর্মী শব্দজুটি (বশ্য বনাম অবাধ্য),
তেমনি Observe : Defy শব্দজুটিটিও বিপরীত অর্থ বহন করে (পালন বনাম অমান্য)।
এই তুলনা থেকেই স্পষ্ট যে, মূল শব্দজুটিতে যেভাবে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে, ঠিক একই সম্পর্ক বিদ্যমান Observe ও Defy এর মধ্যে।
0
Updated: 3 months ago