Complete sentence: The sudden rain made us run for shelter. বাংলায় এর অর্থ: হঠাৎ বৃষ্টি আমাদের আশ্রয়ের জন্য ছুটে যেতে বাধ্য করল।
Causative Verb:
-
যে verb গুলো subject নিজে কাজ না করে অন্যকে কাজ করাতে ব্যবহার করে, সেগুলোকে causative verb বলে।
-
বহুল প্রচলিত causative verbs হলো: have, get, help, let, make।
-
এগুলোর মাধ্যমে অনেক verb কে causative sentence-এ ব্যবহার করা যায়।
Make-এর ব্যবহার causative verb হিসেবে:
-
Make এর পরে যদি কোনো ব্যক্তি বা বস্তু (action doer) থাকে, তাহলে তার পরে verb-এর base form বসে।
-
কাউকে কোনো কাজ করতে বাধ্য করার অর্থে make ব্যবহার করা হয়।
Structure:
Subject + make (any tense) + action doer + verb (base form) + extension
More examples:
-
The news made her cry.
-
She made me wait for an hour.
-
The teacher made the students write an essay.