The complete sentence Everybody likes flowers, don't they?-এ tag question ব্যবহারের নিয়ম হলো মূল বাক্যের subject-এর pronoun দিয়ে tag তৈরি করা, এবং statement positive হলে tag negative হবে, statement negative হলে tag positive হবে।
-
নিয়মাবলী:
-
Tag question-এর subject সর্বদা মূল sentence-এর subject-এর pronoun হয়।
-
Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং সংক্ষিপ্ত রূপে লেখা হয়।
-
Positive statement-এর tag negative হবে, আর negative statement-এর tag positive হবে।
-
Everyone, everybody, somebody, someone, anybody, anyone ইত্যাদি দ্বারা শুরু হওয়া sentence-এর tag subject হিসেবে they ব্যবহার হবে।
-
-
প্রদত্ত sentenceটি Present Indefinite tense-এ আছে, তাই auxiliary verb হিসেবে do বসবে (subject: they)।
-
যেহেতু sentence affirmative, তাই tag হবে negative: don't they?