The translation of the proverb "Brevity is the soul of wit" is-
A
একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো।
B
চোরে চোরে মাসতুতো ভাই।
C
ঘোড়া দেখে খোঁড়া হওয়া।
D
মানিকের খানিক ভালো।
উত্তরের বিবরণ
The proverb "Brevity is the soul of wit" translates as মানিকের খানিক ভালো।
-
Other proverbs and their Bangla translations:
-
Birds of a feather flock together – চোরে চোরে মাসতুতো ভাই।
-
Be unwilling to walk to see a conveyance – ঘোড়া দেখে খোঁড়া হওয়া।
-
Better late than never – একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো।
-
0
Updated: 1 month ago
Translate into Bangla: 'Nothing ventures, nothing has.'
Created: 1 month ago
A
মানুষ চায় এক, হয় আর এক।
B
ঝুঁকি না নিলে লাভ হয় না।
C
দশের লাঠি একের বোঝা।
D
বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।
Nothing ventures, nothing has
-
Bangla Meaning: ঝুঁকি না নিলে লাভ হয় না।
Other options:
-
Man proposes God disposes
-
Bangla Meaning: মানুষ চায় এক, হয় আর এক।
-
-
Many a little makes a mickle
-
Bangla Meaning: দশের লাঠি একের বোঝা।
-
-
Many drops make a shower
-
Bangla Meaning: বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।
-
0
Updated: 1 month ago
Translate into Bangla:
After meat comes mustard.
Created: 1 month ago
A
নুন আনতে পান্তা ফুরায়।
B
দুঃখের পরেই সুখ আসে।
C
চোর পালালে বুদ্ধি বাড়ে।
D
অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
The English proverb "After meat comes mustard" corresponds to the Bangla saying "নুন আনতে পান্তা ফুরায়।"
Other options and their English equivalents:
-
দুঃখের পরেই সুখ আসে।
-
English proverb: After clouds comes fair weather.
-
-
চোর পালালে বুদ্ধি বাড়ে।
-
English proverb: After death comes the doctor.
-
-
অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
-
English proverb: Habit is second nature.
-
0
Updated: 1 month ago
Choose the correct translation: "The pen is mightier than the sword."
Created: 1 month ago
A
অসির চেয়ে মসী শক্তিশালী।
B
নিজের দোষ থাকার পরেও অন্যের ত্রুটি ধরে বেড়ানো।
C
কথায় নয়; কাজে পরিচয়।
D
মরা হাতি লাখ টাকা দাম।
The correct translation: অসির চেয়ে মসী শক্তিশালী। "The pen is mightier than the sword" কথাটির অর্থ হলো লেখালিখি বা জ্ঞান ও বক্তব্যের শক্তি সরাসরি বাহিনী বা বলপ্রয়োগের চেয়ে বেশি কার্যকর এবং প্রভাবশালী হতে পারে।
-
The pen is mightier than the sword
-
Bangla Meaning: অসির চেয়ে মসী শক্তিশালী
-
-
Other options for comparison:
-
The pot calls the kettle black
-
English Meaning: Criticizing someone else for a fault one also possesses
-
Bangla Meaning: হাজারও ত্রুটি থাকার পরও অন্যের ত্রুটি ধরে বেড়ানো
-
-
The proof of the pudding is in the eating
-
English Meaning: The real value of something is judged by practical experience
-
Bangla Meaning: কথায় নয়; কাজে পরিচয়
-
-
The very ruins of greatness are great
-
English Meaning: Even remnants of greatness retain some value or impressiveness
-
Bangla Meaning: মরা হাতি লাখ টাকা দাম
-
-
0
Updated: 1 month ago