Identify the correct sentence.
A
He gave me an advice.
B
He is somewhat of a liar.
C
The rich is not always happy.
D
She saw an one eyed man.
উত্তরের বিবরণ
The correct sentence হলো He is somewhat of a liar। এখানে somewhat of বা somewhat adverb হিসেবে ব্যবহৃত হয়েছে, যা ‘কিছু পরিমাণে’ বা ‘কিছুটা’ অর্থ প্রকাশ করে।
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
He gave me an advice
-
"Advice" uncountable noun, তাই এর আগে an ব্যবহার করা যাবে না। সঠিক হবে: He gave me a piece of advice বা He gave me some advice।
-
-
The rich is not always happy
-
"The rich" হলো plural noun, তাই plural verb are ব্যবহার হবে। সঠিক বাক্য: The rich are not always happy।
-
-
She saw an one eyed man
-
"One-eyed" শব্দের শুরুতে ‘w’ ধ্বনি আছে (won এর মতো), তাই article a ব্যবহার হবে, an নয়। সঠিক বাক্য: She saw a one-eyed man।
-

0
Updated: 1 day ago
Identify the correct passive form- Open the window.
Created: 2 months ago
A
The window shoud be opened.
B
Let the window be opened.
C
Let the window be opened by you.
D
The window must be opened.
• Imperative Sentence এর ক্ষেত্রে,
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে +
iv) Verb এর past participle বসে।
- সেক্ষেত্রে শেষে by + subject ব্যবহার না করলেও হয়।
Active: Open the window.
Passive: Let the window be opened.

0
Updated: 2 months ago
Choose the sentence that misuses the determiner.
Created: 3 days ago
A
We have plenty of reasons to be proud.
B
They barely heard no sounds in the deep forest.
C
There is little chance of winning the game.
D
He showed a little kindness to the stranger.
Correct Sentence: They heard no sounds in the deep forest।
Explanation:
-
"Barely" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যায় না।
-
তাই সঠিক বাক্য হলো: They heard no sounds in the deep forest।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) We have plenty of reasons to be proud।
-
"Plenty of" সঠিক determiner, যা countable noun "reasons" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Plenty of" (প্রচুর; অঢেল) countable এবং uncountable noun উভয়ের পূর্বে ব্যবহার করা যায়।
-
-
গ) There is little chance of winning the game।
-
"Little" সঠিক determiner, যা uncountable noun "chance" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Little" (নগণ্য; নাই বললেই চলে) শুধুমাত্র uncountable noun-এর আগে আসে।
-
-
ঘ) He showed a little kindness to the stranger।
-
"A little" সঠিক determiner, যা uncountable noun "kindness" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
Source:

0
Updated: 3 days ago
We must keep our fingers_____ that the weather will stay fine for the picnic tomorrow.
Created: 2 months ago
A
raised
B
pointed
C
lifted
D
cressed (crossed)
• The correct answer is - cressed (crossed).
- এখানে ভুলভাবে cressed দেওয়া আছে।
• Keep one's fingers crossed (cressed)
- English Meaning: to hope strongly that something will happen.
- Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা।
• Complete sentence: We must keep our fingers crossed that the weather will stay fine for the picnic tomorrow.
- Bangla meaning: আগামীকালকের পিকনিকের জন্য আবহাওয়া ভালো থাকবে আমরা অবশ্যই সেই কামনা করি।

0
Updated: 2 months ago