Correct Answer: The
-
Complete sentence: The sun rises in the east.
-
অদ্বিতীয় বা একক কোনো বস্তু বা অবস্থার নামের আগে the ব্যবহার করা হয়।
-
এই বাক্যে সূর্য একমাত্র এবং অনন্য।
-
তাই এখানে the বসানো হয়েছে।
What did you eat for _____ lunch yesterday?
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
The complete sentence is: What did you eat for lunch yesterday? এর বাংলা অর্থ হলো গতকাল দুপুরের খাবারে তুমি কী খেয়েছিলে? এখানে লক্ষ্য করার বিষয় হলো Article ব্যবহারের নিয়ম। সাধারণত খাবার যেমন breakfast, lunch, dinner ইত্যাদির আগে article (a/an) বসে না। তবে যদি এর আগে কোনো adjective থাকে বা বিশেষ অর্থে ব্যবহৃত হয়, তখন article ব্যবহৃত হয়। যেমন—We had a good breakfast yesterday.
Lunch এর আগে কোনো adjective নেই, তাই এখানে article ব্যবহার হয়নি।
সাধারণ অর্থে meals এর আগে article দেওয়া হয় না।
বিশেষণ বা বিশেষ অর্থে meals এর আগে article ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
Identify the correct article: "___ sun rises in the east."
Created: 1 month ago
A
A
B
An
C
The
D
No article
0
Updated: 1 month ago
They want to enroll in ____ college to become ____ architect.
Created: 1 month ago
A
no article, no article
B
no article, an
C
the, a
D
no article, a
Article ব্যবহারের নিয়ম অনুযায়ী, কিছু নির্দিষ্ট শব্দ যেমন school, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি যখন তাদের মূল উদ্দেশ্যে (অর্থাৎ যে কাজে স্থানটি নির্মিত) ব্যবহৃত হয়, তখন এদের আগে কোনো Article বসে না। যেমন—
I go to school.
He went to college.
কিন্তু যদি এই স্থানগুলো অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন তাদের আগে Article বসে। যেমন—
She went to the college where her brother studied. (এখানে “college” নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বোঝাচ্ছে, তাই the ব্যবহৃত হয়েছে।)
প্রদত্ত বাক্যে architect একটি singular countable noun। যেহেতু এটি vowel sound (a) দিয়ে শুরু, তাই এর আগে Article “an” বসবে।
Correct sentence: They want to enroll in college to become an architect.
অর্থ: তারা একজন স্থপতি হওয়ার জন্য কলেজে ভর্তি হতে চায়।
0
Updated: 1 month ago
What is an antonym for "judicious"?
Created: 1 month ago
A
Prudent
B
Sensible
C
Foolish
D
Discerning
সঠিক উত্তর: গ) Foolish
Judicious
বাংলা অর্থ: সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ
ইংরেজি অর্থ: having, exercising, or characterized by sound judgment
Foolish
বাংলা অর্থ: বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ; হাস্যকর; অসঙ্গত; নির্বোধ; হাবা; বোকা
ইংরেজি অর্থ: having or showing a lack of good sense, judgment, or discretion
অন্যান্য বিকল্প:
ক) Prudent: সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; সুবিবেচক
খ) Sensible: বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন; ব্যবহারসিদ্ধ
ঘ) Discerning: নির্ণয় করতে বা উপলব্ধি করতে সক্ষম; প্রাজ্ঞ
0
Updated: 1 month ago