Identify the plural number.
A
Army
B
Radius
C
Criteria
D
Bureau
উত্তরের বিবরণ
Criteria শব্দটিকে অনেক সময় ভুলভাবে Singular হিসেবে ব্যবহার করা হয়। আসলে Criterion হলো Singular এবং এর Plural হলো Criteria। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো—
-
Criterion [Singular]
English meaning: a standard by which you judge, decide about, or deal with something.
Bangla meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।
Plural form: criteria
অন্যদিকে কিছু বিশেষ শব্দের Singular ও Plural রূপ ভিন্ন হয়ে থাকে—
-
Army [Singular] – সেনাবাহিনী
Plural form: armies -
Radius [Singular] – ব্যাসার্ধ
Plural form: radii / radiuses -
Bureau [Singular] – সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর
Plural form: bureaus / bureaux
0
Updated: 1 month ago
Which of these can be used in both singular and plural contexts?
Created: 3 months ago
A
Genus
B
Species
C
Alumni
D
Parentheses
সঠিক উত্তর: খ) Species.
Species - can be used as both singular and plural.
• Species:
Bangla meaning: প্রজাতি।
Example: Over a hundred species of insect are found in this area.
• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো
• Parentheses: [plural]
Bangla meaning: বন্ধনী।
Singular form: Parenthesis.
• Alumni: [Plural]
Bangla meaning: প্রাক্তন ছাত্র/ছাত্রী।
Singular form: Alumnus.
• Genus (প্রকার, জাত; শ্রেণি) এর plural হচ্ছে - Genera.
0
Updated: 3 months ago
Which of the following words is not plural?
Created: 1 week ago
A
feet
B
lice
C
news
D
men
ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোর শেষে “s” থাকলেও সেগুলো আসলে একবচন অর্থ প্রকাশ করে। “News” এমনই একটি শব্দ, যা দেখতে plural মনে হলেও এর ব্যবহার সর্বদা singular রূপে হয়। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
“News” শব্দটি এসেছে “new” শব্দের সঙ্গে “-s” যোগ করে, যার অর্থ “তাজা খবর” বা “নতুন তথ্য”। এটি সর্বদা collective sense-এ ব্যবহৃত হয়, অর্থাৎ বহু তথ্য বা ঘটনাকে একত্রে বোঝালেও শব্দটি grammatical sense-এ একবচন হিসেবে বিবেচিত হয়। এজন্য আমরা বলি—“The news is interesting.” এখানে “is” ব্যবহৃত হয়েছে কারণ “news” singular noun হিসেবে গণ্য।
অন্যদিকে বাকি শব্দগুলো স্পষ্টভাবে plural, যেমন:
-
Feet: “Foot” এর plural form। অর্থাৎ একাধিক পা বোঝায়।
-
Lice: “Louse” এর plural form। অর্থাৎ একাধিক উকুন বোঝায়।
-
Men: “Man” এর plural form। অর্থাৎ একাধিক পুরুষ বোঝায়।
অন্য তিনটি শব্দের প্রত্যেকটি একটি নির্দিষ্ট একবচন শব্দের বহুবচন রূপ প্রকাশ করে, কিন্তু “news” এমন কোনো বহুবচন রূপ নয়, বরং এটি সর্বদা একবচন noun হিসেবে ব্যবহৃত হয়। আরও উদাহরণ হিসেবে বলা যায়—“Mathematics”, “Politics”, “Economics” ইত্যাদি শব্দগুলোর শেষেও “s” থাকলেও এগুলোও singular অর্থে ব্যবহৃত হয়।
অতএব, প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে একমাত্র “news” শব্দটি plural নয়, এটি একবচন।
0
Updated: 1 week ago
The plural of 'Codex' is -
Created: 3 months ago
A
Codexs
B
Codexies
C
Codices
D
Codex
• Codex:
English meaning: an ancient book that was written by hand.
Bangla meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি।
Plural form: Codices.
Source: Cambridge & Accessible Dictionary.
0
Updated: 3 months ago