শাহপরি দ্বীপের মাঝিদের সংগ্রামী জীবনের বাস্তব রূপায়ণ ঘটেছে সেলিনা হোসেন রচিত কোন উপন্যাসে?
A
নিরন্তর ঘন্টাধ্বনি
B
হাঙ্গর নদী গ্রেনেড
C
পোকামাকড়ের ঘরবসতি
D
জলোচ্ছ্বাস
উত্তরের বিবরণ
‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাস
-
এটি সেলিনা হোসেন রচিত একটি উপন্যাস, প্রকাশকাল: ১৯৮৬।
-
উপন্যাসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শাহপরি দ্বীপের মানুষ, বিশেষ করে মাঝিদের সংগ্রামী জীবন, বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র:
-
মালেক
-
সাফিয়া
-
তোরাব আলী
সেলিনা হোসেনের অন্যান্য উপন্যাস:
-
হাঙ্গর নদী গ্রেনেড
-
পোকামাকড়ের ঘরবসতি
-
নিরন্তর ঘন্টাধ্বনি
-
জলোচ্ছ্বাস

0
Updated: 1 day ago