'মহুয়া' পালাটির প্রণেতা ছিলেন-
A
দ্বিজ বংশীদাস
B
চন্দ্রাবতী
C
নয়ানচাঁদ ঘোষ
D
দ্বিজ কানাই
উত্তরের বিবরণ
‘মহুয়া’ পালা
-
এটি ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানসমূহকে একত্রিত করে গঠিত মৈমনসিংহ গীতিকার অংশ।
-
পালাটিতে ময়মনসিংহ গীতিকার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
রচয়িতা: দ্বিজ কানাই, যিনি নমশূদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
-
কালপর্ব: অধ্যাপক দীনেশচন্দ্র অনুযায়ী, এটি ১৬৫০ খ্রিস্টাব্দের দিকে রচিত।
-
কাহিনীর সাথে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য লক্ষ্য করা যায়।
প্রধান চরিত্রসমূহ:
-
মহুয়া
-
নদের চাঁদ
-
হুমরা বেদে
-
সাধু

0
Updated: 1 day ago
ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
পায়ের আওয়াজ পাওয়া যায়
C
জন্ডিস ও বিবিধ বেলুন
D
ওরা কদম আলী
'কবর' নাটক ও এর পটভূমি
-
লেখক: অধ্যাপক মুনীর চৌধুরী।
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে লেখা প্রথম নাটক।
-
লেখার প্রেক্ষাপট: ১৯৫৩ সালে জেলে থাকা অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য একটি নাটক লেখার অনুরোধ করেন। এই অনুরোধের ভিত্তিতে মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন।
-
প্রকাশ ও মঞ্চায়ন: নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের মাধ্যমে। পরে ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
'কবর' নাটকের সংক্ষিপ্ত কাহিনী
-
নাটকটি মূলত মার্কিন নাট্যকার Irwin Shaw-এর 'Bury The Dead' (১৯৩৬) নাটকের প্রভাবিত হয়ে রচিত।
-
নাটকের শুরুতে ভাষা আন্দোলনের একটি মিছিলে পুলিশ গুলি চালায় এবং শহরে কারফিউ জারি করে লাশগুলো রাতের আঁধারে কবরস্থানে নিয়ে যায়।
-
পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং একজন নেতা (নাটকে নাম উল্লেখ নেই) লাশগুলো একত্রে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু গোর-খোদক বাধা দেয়।
-
কবরস্থানে থাকা স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়, লাশগুলো আন্দোলনকারীর, তাই এভাবে কবরস্থ করা যাবে না।
-
অবশেষে লাশগুলো উঠে দাঁড়ায় এবং ঘোষণা করে তারা কবরে যাবে না। এতে ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যান।
সমকালীন অন্যান্য নাটক
-
'পায়ের আওয়াজ পাওয়া যায়' – সৈয়দ শামসুল হক, মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য।
-
'জন্ডিস ও বিবিধ বেলুন' – সেলিম আল দীন, ১৯৭২ সালে ডাকসু মঞ্চস্থ ও নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত।
-
'ওরা কদম আলী' – মামুনুর রশীদ, ১৯৭৮ সালে প্রকাশিত, শোষিত ও বঞ্চিত মানুষের জীবনের প্রতিবাদ ও প্রতিরোধ চেতনা তুলে ধরেছে।
মুনীর চৌধুরীর জীবন ও সাহিত্য
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ।
-
তিনি একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বাগ্মী।
-
শিক্ষাজীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
নাট্যকর্ম
মৌলিক নাটক:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
Created: 1 month ago
A
একরাত্রি
B
শুভা
C
সমাপ্তি
D
পোস্টমাস্টার
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি সমাপ্তি গল্পে 'মৃন্ময়ী' চরিত্র সম্পর্কে বলা হয়েছে।
---------------------
• ‘সমাপ্তি’ ছোটগল্প:
- 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প।
- তাঁর সৃষ্ট 'মৃন্ময়ী' এই ছোটগল্পের চরিত্র।
- এই ছোটগল্পের বিখ্যাত উক্তি- 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'
রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫টি গল্পগ্রন্থ রয়েছে। এগুলো হলো:
• গল্পগুচ্ছ,
• লিপিকা,
• সে,
• তিন সঙ্গী,
• গল্পসল্প।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- নিশীতে,
- মণিহার,
- কঙ্কাল।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প:
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প:
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও সমাপ্তি ছোটগল্প।

0
Updated: 1 month ago
বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে?
Created: 1 month ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
প্রমথ চৌধুরী
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
উইলিয়াম কেরী
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত বিখ্যাত গদ্যগ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

0
Updated: 1 month ago