সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত নাটক কোনটি?
A
জমিদার দর্পণ
B
নবান্ন
C
নুরুলদীনের সারা জীবন
D
গোত্রান্তর
উত্তরের বিবরণ
‘জমিদার দর্পণ’ নাটক
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন।
-
বিষয়বস্তু: ১৮৭২-৭৩ সালের সিরাজগঞ্জের কৃষক-বিদ্রোহের প্রেক্ষাপট।
-
কাহিনী: অত্যাচারী জমিদার হায়ওয়ান আলী এর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার ঘটনা।
-
বৈশিষ্ট্য: নাটকটির দৃশ্য ও ঘটনা সম্পূর্ণ বাস্তবসম্মত, কোন অংশই সাজানো নয়।
-
প্রভাব: নামকরণে ও ঘটনা বিন্যাসে দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটকের প্রভাব লক্ষ্য করা যায়।
অন্য সমকালীন নাটকসমূহ:
-
‘নবান্ন’ – বিজন ভট্টাচার্য রচিত; পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কৃষক জীবনের দুঃখ ও সংগ্রামের কাহিনি।
-
‘গোত্রান্তর’ (১৯৬০) – বিজন ভট্টাচার্য রচিত; ছিন্নমূল পূর্ববঙ্গবাসীর ভাগ্যবিপর্যয়।
-
‘নুরুলদীনের সারা জীবন’ – সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য; রংপুরের কৃষক বিদ্রোহের বিষয়বস্তু।
0
Updated: 1 month ago
‘কিত্তনখােলা’ নাটকটির বিষয়-
Created: 1 month ago
A
যন্ত্রণাদগ্ধ শহরজীবন
B
স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ
C
লোকায়ত জীবন-সংস্কৃতি
D
দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
‘কিত্তনখোলা’ নাটকটি সেলিম আল দীন রচিত একটি জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম, যা বাংলা নাট্যশিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে। নাটকটির মাধ্যমে সেলিম আল দীন পাশ্চাত্য নাট্যরীতি পরিহার করে প্রাচ্যীয় রীতি ও বাঙালির প্রান্তিক জনগণের জীবন-সংস্কৃতিকে নাট্যরূপে উপস্থাপন করেন।
তিনি নিজেও বলেছেন যে, কিত্তনখোলা রচনার সময় তিনি মানিকগঞ্জের লোকায়ত জীবন, সংস্কৃতি এবং অপূর্ব নিসর্গের সঙ্গে পরিচিত হয়েছেন, যা নাটকে স্পষ্ট প্রতিফলিত হয়েছে।
মূল তথ্যগুলো:
-
‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা সেলিম আল দীন।
-
নাটকটি বাঙালির প্রান্তিক জনমানুষের প্রথাগত জীবন এবং সাংস্কৃতিক আচার-আচরণের ইতিবৃত্তকে তুলে ধরেছে।
-
নাট্যরচনার মাধ্যমে প্রাচ্যীয় নাট্যরীতি বাংলা নাট্যশিল্পে প্রবর্তন হয়।
সেলিম আল দীন:
-
জন্ম: ১৮ নভেম্বর ১৯৪৮, সোনাগাজি, নোয়াখালি জেলার সেনেরখিল গ্রামে।
-
তিনি মূলত কবিতা লিখতেন, তবে ১৯৭২ সালে তার নাটক ‘নীল শয়তান: তাহিতি ইত্যাদি’ টেলিভিশন ও বেতারে প্রচার হওয়ার পর নাট্যকার হিসেবে পরিচিতি পান।
-
একই বছর ডাকসু মঞ্চে ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ মঞ্চস্থ হয় এবং নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায়।
-
১৯৭৩ সালে ডাকসু নাট্যচক্র ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ মঞ্চস্থ করলে তিনি নাট্যকার হিসেবে সর্বজন পরিচিত হন।
সেলিম আল দীনের অন্যান্য নাট্যগ্রন্থ:
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কিত্তনখোলা
-
হাতহদাই
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
নিমজ্জন
0
Updated: 1 month ago
"মুখরা রমণী বশীকরণ" কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
কবিতা
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
অনুবাদ নাটক
"মুখরা রমণী বশীকরণ" মুনীর চৌধুরী রচিত একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বাগ্মী, যিনি তার জীবনকাল জুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুনীর চৌধুরী:
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে।
-
শিক্ষা ও পেশাগত জীবনের পাশাপাশি ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি এবং ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে, ১৪ ডিসেম্বর, পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
-
-
নাটকসমূহ:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
পলাশী ব্যারাক ইত্যাদি
-
-
অনুবাদ নাটকসমূহ:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ:
-
মীর মানস
-
তুলনামূলক সমালোচনা
-
বাংলা গদ্যরীতি
-
0
Updated: 1 month ago
বিজন ভট্টাচার্য রচিত নাটকের উপজীব্য কী?
Created: 2 months ago
A
মানবিকতা ও স্বদেশ প্রেম
B
সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
C
রাজনৈতিক ও সাংস্কৃতিক
D
ধর্মীয় কুসংস্কার
বিজন ভট্টাচার্য
-
তিনি একজন নাট্যকার ও অভিনেতা ছিলেন।
-
জন্ম: ফরিদপুর জেলার খানখানাপুর।
-
পিতা: ক্ষীরোদবিহারী ভট্টাচার্য, একজন স্কুলশিক্ষক।
-
তিনি নবনাট্য আন্দোলনের পথিকৃত।
-
তিনিই প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসের রোম্যান্টিক প্রভাব থেকে মুক্ত করেন।
-
প্রথম নাটক: আগুন (১৯৪৩), যা নাট্যভারতীতে অভিনীত হয়।
-
তাঁর নাটকের উপজীব্য: সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
-
নাট্য রচনায় তিনি মার্কসবাদকে প্রাধান্য দেন।
তাঁর রচিত অন্যান্য নাটক
-
নবান্ন
-
জনপদ
-
কলঙ্ক
-
মরাচাঁদ
-
অবরোধ
-
গোত্রান্তর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago