সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত নাটক কোনটি?
A
জমিদার দর্পণ
B
নবান্ন
C
নুরুলদীনের সারা জীবন
D
গোত্রান্তর
উত্তরের বিবরণ
‘জমিদার দর্পণ’ নাটক
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন।
-
বিষয়বস্তু: ১৮৭২-৭৩ সালের সিরাজগঞ্জের কৃষক-বিদ্রোহের প্রেক্ষাপট।
-
কাহিনী: অত্যাচারী জমিদার হায়ওয়ান আলী এর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার ঘটনা।
-
বৈশিষ্ট্য: নাটকটির দৃশ্য ও ঘটনা সম্পূর্ণ বাস্তবসম্মত, কোন অংশই সাজানো নয়।
-
প্রভাব: নামকরণে ও ঘটনা বিন্যাসে দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটকের প্রভাব লক্ষ্য করা যায়।
অন্য সমকালীন নাটকসমূহ:
-
‘নবান্ন’ – বিজন ভট্টাচার্য রচিত; পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কৃষক জীবনের দুঃখ ও সংগ্রামের কাহিনি।
-
‘গোত্রান্তর’ (১৯৬০) – বিজন ভট্টাচার্য রচিত; ছিন্নমূল পূর্ববঙ্গবাসীর ভাগ্যবিপর্যয়।
-
‘নুরুলদীনের সারা জীবন’ – সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য; রংপুরের কৃষক বিদ্রোহের বিষয়বস্তু।

0
Updated: 1 day ago
'কিত্তনখোলা' নাটকটির বিষয় কোনটি?
Created: 1 month ago
A
লোকায়ত জীবন- সংস্কৃতি
B
দেশভাগ
C
স্বদেশী আন্দোলন
D
মহাজনী শোষণ
কিত্তনখোলা নাটক
-
রচয়িতা: সেলিম আল দীন। এটি তাঁর জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম।
-
কিত্তনখোলা রচনার মাধ্যমে সেলিম আল দীন বাংলা নাট্যশিল্পকে নতুন মাত্রায় উন্নীত করেন।
-
এ নাটক থেকেই পাশ্চাত্য নাট্যরীতি বর্জন করে প্রাচ্যীয় নাট্যরীতির সূচনা ঘটে।
-
কিত্তনখোলা হয়ে উঠেছে বাঙালির প্রান্তিক জনজীবনের প্রথাগত সংস্কৃতি ও আচার-আচরণের ইতিবৃত্ত।
-
লেখকের ভাষায়— “কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।”
-
নাটকটিতে মহাকাব্যিক ব্যঞ্জনায় গ্রামীণ জীবনের বিস্তৃত চিত্র অঙ্কিত হয়েছে।
-
বর্ণনামূলক শিল্পরীতির প্রয়োগে নাটকটি শিল্পের এক মহৎ উচ্চতায় পৌঁছে নতুন মাত্রা লাভ করে।
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
প্রাচ্য
-
হাতহদাই
-
যৈবতী কন্যার মন
-
চাকা
-
হরগজ
-
একটি মারমা রূপকথা
-
বনপাংশুল
-
নিমজ্জন
-
স্বর্ণবোয়াল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, কিত্তনখোলা নাটক

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
Created: 1 month ago
A
কৃষ্ণকুমারী
B
শর্মিষ্ঠা
C
সধবার একাদশী
D
নীলদর্পণ
কৃষ্ণকুমারী নাটক
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কৃষ্ণকুমারী’ নাটকটি ১৮৬১ সালে প্রকাশিত হলেও রচনা শুরু হয়েছিল ১৮৬০ সালে।
-
এর কাহিনি সংগৃহীত হয়েছিল উইলিয়াম টডের “রাজস্থান” গ্রন্থ থেকে।
-
এই নাটককে বাংলা সাহিত্যের প্রথম সফল ট্রাজেডি নাটক ধরা হয়।
-
প্রথম মঞ্চস্থ হয় কলকাতার শোভাবাজার থিয়েটারে, ১৮৬৭ সালের ফেব্রুয়ারিতে।
👉 উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো—
কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ ও ধনদাস।
বাংলা সাহিত্যে প্রথমদিকের নাটকের ধারা
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক → শর্মিষ্ঠা (মাইকেল মধুসূদন দত্ত)
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক → পদ্মাবতী (মাইকেল মধুসূদন দত্ত)
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক → কৃষ্ণকুমারী (মাইকেল মধুসূদন দত্ত)
-
প্রহসন ‘সধবার একাদশী’ → দীনবন্ধু মিত্র
-
নীলদর্পণ (১৮৬০) → দীনবন্ধু মিত্রের প্রথম নাটক (বেনামে প্রকাশিত)।
মাইকেল মধুসূদন দত্ত
-
বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের কাব্যগ্রন্থ → তিলোত্তমাসম্ভব (১৮৬০)।
-
তবে প্রথম ব্যবহার করেছিলেন তার পদ্মাবতী নাটকে।
-
বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন তিনিই।
-
তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
তাঁর উল্লেখযোগ্য কাব্যসমূহ—
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা
-
বীরাঙ্গনা
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
'নেমেসিস' নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
Created: 2 months ago
A
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
B
ঊনপঞ্চাশের মন্বন্তর
C
বায়ান্নর ভাষা আন্দোলন
D
একাত্তরের মুক্তিযুদ্ধ
'নেমেসিস' নাটক
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক। এক চরিত্র বিশিষ্ট এমন নাটক বাংলা সাহিত্যে কম বলে ‘নেমেসিস’ উল্লেখযোগ্য।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম- সুরজিত নন্দী।
--------------------
• নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন। ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'।
• নুরুল মোমেন এর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago