'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি প্রথন কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
বিচিত্রা
B
মোসলেম ভারত
C
মোহাম্মদী
D
পূর্বাশা
উত্তরের বিবরণ
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস
-
রচয়িতা: অদ্বৈত মল্লবর্মণ।
-
বিষয়বস্তু: কুমিল্লা জেলার তিতাস নদীতীরের ধীবর (জেলে) সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের চিত্রায়ন।
-
প্রকাশ: প্রথম প্রকাশ ১৩৫২ বঙ্গাব্দে মোহাম্মদী পত্রিকায় এবং গ্রন্থাকারে প্রকাশ ১৯৫৬ সালে।
-
চলচ্চিত্র: ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
-
কাহিনীর কেন্দ্র: কোনো মানুষ নয়, নদী ‘তিতাস’।
-
উল্লেখযোগ্য চরিত্র: কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী, মনমালী।
-
জনপ্রিয় উক্তি:
-
‘মনের মত মানুস পাইলাম না।’ — জনৈক মালো যুবক
-
‘তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ।’ — করমালী
-

0
Updated: 1 day ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত দৈনিক সংবাদ পত্র কোনটি?
Created: 3 weeks ago
A
সংবাদ প্রভাকর
B
সাধনা
C
কালিকলম
D
বঙ্গদূত
সংবাদ প্রভাকর
-
সংবাদ প্রভাকর ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা।
-
প্রথম প্রকাশ: ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
-
সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-
পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাঁর মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
-
তাঁর মৃত্যুর চার বছর পর, ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশ শুরু করেন এবং এটি বারত্রয়িক পত্রিকা রূপে প্রকাশিত হতে থাকে।
-
পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার আবারও সহযোগিতা করে।
-
অবশেষে, ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
অন্যদিকে
-
সাধনা পত্রিকার সম্পাদক ছিলেন → সুধীন্দ্রনাথ দত্ত।
-
বঙ্গদূত → প্রকাশিত হয় নীলমণি হালদারের সম্পাদনায়, রামমোহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে।
-
কালিকলম পত্রিকা → সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
'সবুজপত্র' পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৮৪৩ সালে
B
১৯১১ সালে
C
১৯১৪ সালে
D
১৯১৮ সালে
'সবুজপত্র' পত্রিকা:
-
বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহক বাংলা সাময়িকী।
-
প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালের) ২৫ বৈশাখ।
-
এ ধরনের সাময়িকী প্রকাশের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসাহ প্রদান করেছিলেন।
-
প্রমথ চৌধুরী নতুন সাহিত্য রীতি প্রবর্তনের প্রচেষ্টায় কথ্য বাংলাকে অগ্রাধিকার দেন, যা ‘বীরবলী’ ভাষা (তাঁর ছদ্মনাম ‘বীরবল’ থেকে) হিসেবে পরিচিতি পায়।
-
সবুজপত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এবং সম্পাদকের নিজস্ব লেখা সন্নিবেশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 week ago
A
বিজলী
B
বঙ্গদর্শন
C
কল্লোল
D
মাসিক মোহাম্মদী
অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪–১৯৫১) একজন প্রখ্যাত সাংবাদিক ও ঔপন্যাসিক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 'ত্রিপুরা' পত্রিকায় সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তাঁর সম্পাদনায় ‘নবশক্তি’ পত্রিকাটি প্রকাশিত হয় এবং তিনি 'মোহাম্মদী' পত্রিকায় বেনামে কবিতা লিখতেন। তাঁর সুবিখ্যাত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ প্রথম মাসিক 'মোহাম্মদী' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
জন্ম: ১ জানুয়ারি, ১৯১৪, গোকর্ণ, ব্রাহ্মণবাড়িয়া
-
মৃত্যু: ১৬ এপ্রিল, ১৯৫১
-
পেশা: সাংবাদিক, ঔপন্যাসিক
-
প্রকাশিত পত্রিকা: ত্রিপুরা, নবশক্তি, মোহাম্মদী
উল্লেখযোগ্য রচনা:
-
নয়া বসত
-
রামধনু
-
দু রঙা প্রজাপতি
-
সাদা হাওয়া
-
দলবেঁধে
-
সাগরতীর্থে
-
রাঙামাটি

0
Updated: 1 week ago