'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি প্রথন কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
বিচিত্রা
B
মোসলেম ভারত
C
মোহাম্মদী
D
পূর্বাশা
উত্তরের বিবরণ
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস
-
রচয়িতা: অদ্বৈত মল্লবর্মণ।
-
বিষয়বস্তু: কুমিল্লা জেলার তিতাস নদীতীরের ধীবর (জেলে) সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের চিত্রায়ন।
-
প্রকাশ: প্রথম প্রকাশ ১৩৫২ বঙ্গাব্দে মোহাম্মদী পত্রিকায় এবং গ্রন্থাকারে প্রকাশ ১৯৫৬ সালে।
-
চলচ্চিত্র: ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
-
কাহিনীর কেন্দ্র: কোনো মানুষ নয়, নদী ‘তিতাস’।
-
উল্লেখযোগ্য চরিত্র: কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী, মনমালী।
-
জনপ্রিয় উক্তি:
-
‘মনের মত মানুস পাইলাম না।’ — জনৈক মালো যুবক
-
‘তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ।’ — করমালী
-
0
Updated: 1 month ago
প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি?
Created: 2 months ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
বঙ্গদর্শন
ঈশ্বরচন্দ্র গুপ্ত ও সংবাদ প্রভাকর
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯):
-
কবি ও সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত – সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে লিখলেও ভাষা, ছন্দ ও অলঙ্কার মধ্যযুগীয়
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর রচনার বিশেষত্ব
-
-
সংবাদ প্রভাকর:
-
১৮৩১ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা
-
১৮৩৯ সাল থেকে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ
-
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা
-
-
অন্য সাহিত্যিক কীর্তি:
-
কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ
-
অন্যান্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন
-
-
অন্য তথ্য:
-
বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র: সমাচার দর্পণ
-
বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র: দিগদর্শন
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
’বাউণ্ডেলের আত্মকাহিনী’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
ধুমকেতু
B
কল্লোল
C
মোসলেম ভারত
D
সওগাত
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যে তাঁকে 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত, এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাতি লাভ করেন। কবি ও শিল্পী জীবনের শুরু লেটোদল থেকে হয়। সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত। ২৯ আগস্ট ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
-
প্রথম প্রকাশিত গল্প:
-
বাউণ্ডেলের আত্মকাহিনী
-
এটি ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
-
কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
0
Updated: 1 month ago
“সমাচার দর্পণ” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
জেমস অগাস্টাস হিকি
B
জেমস সিল্ক বাকিংহাম
C
ভবানীচরণ ব্যানার্জি
D
জন ক্লার্ক মার্শম্যান
সমাচার দর্পণ:
-
এটি বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রকাশ: শ্রীরামপুর মিশন থেকে, সম্পাদনা করেছেন জন ক্লার্ক মার্শম্যান।
-
প্রথম সংখ্যা প্রকাশ: ১৮১৮ সালের ২৩ মে (১০ জ্যৈষ্ঠ, ১২২৫) শনিবার।
-
পত্রিকাটির মূল্য ছিল মাসিক দেড় টাকা।
-
১৮২৯ সাল থেকে পত্রিকাটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) করা হয়।
-
১৮৩২ সাল থেকে সপ্তাহে দুইবার প্রকাশের ব্যবস্থা করা হয়; প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১১ জানুয়ারি, বুধবার।
-
১৮৪০ সালের ১ জুলাই থেকে সম্পাদকের ওপর নতুন বাংলা সাপ্তাহিক পত্র গভর্নমেন্ট গেজেট সম্পাদনার ভার ন্যস্ত হওয়ায় ২৫ ডিসেম্বর ১৮৪১ তারিখে সমাচার দর্পণের শেষ সংখ্যা প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago