বাংলা কাব্য সাহিত্যে প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন-
A
ফররুখ আহমদ
B
প্রমথ চৌধুরী
C
আহসান হাবীব
D
কায়কোবাদ
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরী ও তাঁর রচনাসমূহ
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮, যশোর।
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
‘বীরবলের হালখাতা’: ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত।
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
রচিত প্রবন্ধসমূহ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
রচিত গল্পগ্রন্থ:
-
চার-ইয়ারী কথা
-
নীললোহিত
-
ঘোষালে ত্রিকথা

0
Updated: 1 day ago
'চার ইয়ারী কথা' গল্পগ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 days ago
A
প্রমথ চৌধুরী
B
মোতাহার হোসেন চৌধুরী
C
বুদ্ধদেব বসু
D
মানিক বন্দ্যোপাধ্যায়
'চার ইয়ারী কথা' একটি গল্পগ্রন্থ, রচয়িতা প্রমথ চৌধুরী।
-
প্রকাশকাল: ১৯১৬
-
বিষয়বস্তু: চার বন্ধুর প্রেমের কাহিনী
-
গল্পগ্রন্থের নায়িকা চারজনই ইউরোপীয়
-
নায়িকাদের চরিত্র:
-
প্রথম নায়িকা: উন্মাদ
-
দ্বিতীয় নায়িকা: চোর
-
তৃতীয় নায়িকা: প্রতারক
-
চতুর্থ নায়িকা: মৃত্যুর পর ভালোবাসা ব্যক্ত করেছে
-
-
-
ভাষা ও শৈলী: চাতুর্যপূর্ণ ভাষা, পরিহাসপ্রিয়তা এবং সূক্ষ্ম ব্যঙ্গের মাধ্যমে ভাবালু প্রেমকাহিনীকে প্রতিবাদী রূপে উপস্থাপন
প্রমথ চৌধুরী সম্পর্কে:
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেছেন
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল
-
'বীরবলের হালখাতা' (১৯০২) ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত; এতে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটেছে
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তক

0
Updated: 2 days ago
প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
Created: 3 weeks ago
A
বর্ধমান
B
হুগলি
C
যশোর
D
বরিশাল
প্রমথ চৌধুরী (১৮৬৮–১৯৪৬)
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮; যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
অবদান:
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপ নিয়ে তুলনামূলক গবেষণা।
-
বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেট প্রবর্তন।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত বীরবলের হালখাতা তার উল্লেখযোগ্য প্রবন্ধ।
-
নির্বাচিত প্রবন্ধ
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
নির্বাচিত গল্পগ্রন্থ
-
চার-ইয়ারী কথা
-
নীলোহিত
-
ঘোষালে ত্রিকথা

0
Updated: 3 weeks ago
প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
পদচারণ
B
সনেট পঞ্চাশৎ
C
চার ইয়ারী কথা
D
কোনোটিই নয়
‘চার ইয়ারী কথা’ গল্পগ্রন্থ
-
‘চার ইয়ারী কথা’ প্রমথ চৌধুরীর একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়।
-
এতে চার বন্ধুর প্রেমকাহিনী বর্ণিত হয়েছে, যেখানে নায়িকারা সবাই ইউরোপীয়।
-
গল্পগ্রন্থের চার নায়িকার বৈশিষ্ট্য:
-
প্রথম নায়িকা— উন্মাদ
-
দ্বিতীয় নায়িকা— চোর
-
তৃতীয় নায়িকা— প্রতারক
-
চতুর্থ নায়িকা— মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করেছে
-
-
এ গ্রন্থে ভাষার চাতুর্য, পরিহাসপ্রিয়তা ও সূক্ষ্ম ব্যঙ্গ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ভাবালু প্রেমকাহিনীর প্রতি এখানে প্রতিবাদী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়।
প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থসমূহ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago