'বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান'-এর সম্পাদক কে?
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ
C
মুহম্মদ এনামুল হক
D
আহমদ শরীফ
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি ‘সংক্ষিপ্ত বাংলা অভিধান’-এর সম্পাদক ছিলেন আহমদ শরীফ। ২০০৯ সালের মধ্যে বাংলা একাডেমি অভিধান ও শব্দকোষ মিলিয়ে প্রায় ৭০টির মতো অভিধান প্রকাশ করেছে। এইসব অভিধানের মধ্যে ক্ষুদ্র পরিভাষাকোষ থেকে শুরু করে বহুখণ্ডে প্রকাশিত বৃহৎ অভিধানও রয়েছে।
নিম্নে বাংলা একাডেমি থেকে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য অভিধানের নাম দেওয়া হলো—
-
আঞ্চলিক ভাষার অভিধান : প্রণেতা– ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
চরিতাভিধান : সম্পাদনা– শামসুজ্জামান খান ও অন্যান্য
-
উচ্চারণ অভিধান : প্রণেতা– নরেন বিশ্বাস
-
সমকালীন বাংলা ভাষার অভিধান (দুই খণ্ড) : সংকলক– আবু ইসহাক (প্রকাশকাল: ১৯৯৩ ও ১৯৯৮)
-
বানান অভিধান : প্রণেতা– জামিল চৌধুরী
-
লেখক অভিধান : সম্পাদনা– আশফাক-উল-আলম ও সহযোগীরা
-
মধ্যযুগের বাংলা ভাষার অভিধান : প্রণেতা– মোহাম্মদ আবদুল কাইউম এবং অন্যান্য
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর সম্পাদিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমির সরকারি ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
সঞ্জয় ভট্টাচার্য
C
সুফিয়া কামাল
D
মোতাহার হোসেন চৌধুরী
‘পূর্বাশা’ ছিল একটি গুরুত্বপূর্ণ সাহিত্যপত্রিকা, যার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। এটি প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত হয়। টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে যায়, তবে পরে ১৯৪৩ সালে কলকাতা থেকে পুনরায় প্রকাশিত হয়। অবশেষে ১৯৭১ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এটি ছিল একটি মাসিক পত্রিকা, যেখানে আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই লেখালেখি করেছেন।
0
Updated: 1 month ago
বাংলা একাডেমীর 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন?
Created: 3 months ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ এনামুল হক
C
মুহম্মদ মনসুর উদ্দিন
D
মুহম্মদ আবদুল হাই
বাংলা একাডেমী 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান':
- আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
---------------------------
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।
তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে?
Created: 2 weeks ago
A
কাজী নজরুল ইসলাম
B
মোজাম্মেল হক
C
মীর মশাররফ হোসেন
D
শেখ আলিমুল্লাহ
‘মোসলেম ভারত’ ছিল একটি গুরুত্বপূর্ণ মাসিক সাহিত্য সাময়িকী, যা বাংলা মুসলিম সমাজে সাহিত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এটি ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
প্রকাশকাল: ১৯২০ সালে মাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশ শুরু হয়।
-
সম্পাদক: শান্তিপুরের কবি মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন পত্রিকার সম্পাদক।
-
প্রথম সংখ্যা: ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল-মে, ১৯২০) প্রকাশিত হয়।
-
শেষ সংখ্যা: ১৩২৮ বঙ্গাব্দের পৌষ মাসে (ডিসেম্বর-জানুয়ারি, ১৯২১-২২) প্রকাশিত হয়।
-
প্রচ্ছদ: প্রতিটি সংখ্যার প্রচ্ছদে ইসলামি শিল্পকলার ঐতিহ্যবাহী রূপ ফুটিয়ে তোলা হতো।
-
বিশেষ বৈশিষ্ট্য: প্রতি সংখ্যার প্রথম পাতার শীর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী মুদ্রিত থাকত—
“মানব-সংসারে জ্ঞানালোকের দিয়ালি-উৎসব চলিতেছে। প্রত্যেক জাতি আপনার আলোটীকে বড় করিয়া জ্বালাইলে তবে সকলে মিলিয়া এই উৎসব সমাধা হইবে।”
0
Updated: 2 weeks ago