অপলাপ শব্দের অর্থ কি?
A
অস্বীকার
B
মিথ্যা
C
প্রলাপ
D
অসদালাপ
উত্তরের বিবরণ
অপলাপ (বিশেষ্য পদ)
-
এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থসমূহ:
-
অবজ্ঞা বা অবমাননা।
-
গোপনীয়তা বা রহস্য।
-
মিথ্যা বলা বা সত্যের প্রতি বৈপরীত্য (যেমন: সত্যের অপলাপ)।
-
অস্বীকার বা প্রত্যাখ্যান (উদাহরণ: “তুমি সম্পূর্ণ পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ” — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-
Created: 5 days ago
A
হরিণ ও নিবারণ করা
B
হাতি ও পানি
C
নিবারণ করা ও হরিণ
D
পানি ও হাতি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শম্বর শব্দের একাধিক অর্থ পাওয়া যায়।
-
ডালপালার মতো ছড়ানো শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণ-বিশেষ।
-
মাছবিশেষ।
-
পুরাণে বর্ণিত এক প্রকার অসুর।
-
জল বা পানি।
অন্যদিকে সংবরা শব্দের অর্থ হলো দমন করা বা নিবারণ করা। এছাড়া রান্নার ক্ষেত্রে ব্যঞ্জনের স্বাদবৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লংকা, জিরা, তেজপাতা প্রভৃতি মসলার মিশ্রণকে বোঝানো হয়, যাকে ফোড়ন, বাগার বা সাঁতলানোর মসলা বলা হয়।

0
Updated: 5 days ago
'অনীক' শব্দের অর্থ -
Created: 1 month ago
A
সূর্য
B
সমুদ্র
C
যুদ্ধক্ষেত্র
D
সৈনিক
‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।
• অনীক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √অন্+ঈক
অর্থ:
- যুদ্ধ।
- সেনাবাহিনী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
'আরক্ত' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
লাল রং
B
রক্তবর্ণ
C
ইষৎ রক্তবর্ণ
D
গাঢ় লাল
শব্দার্থ
-
আরক্ত → ইষৎ রক্তবর্ণ
-
নিমিত্তে → অনুরোধ
-
শীকর → জলকণা
-
চলমান → গতিশীল
-
কর্বূর → রাক্ষস
-
উৎকোচ → ঘুষ
-
উৎকুন → উকুন
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago