কোনটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস?
A
রেইনকোট
B
খোয়াবনামা
C
দোজখের ওম
D
চিলেকোঠার সেপাই
উত্তরের বিবরণ
চিলেকোঠার সেপাই ও আখতারুজ্জামান ইলিয়াস
-
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত। এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
-
উপন্যাসটি উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
-
প্রধান চরিত্র ওসমান, যে কোনো বাড়ির চিলেকোঠায় থাকলেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের সঙ্গে মিলিত হয়েছিল।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত অন্যান্য গ্রন্থ:
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘রেইনকোট’ তার মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প।
-
‘খোয়াবনামা’ উপন্যাসে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন, ১৯৪৩ সালের মন্বন্তর এবং পাকিস্তান আন্দোলনসহ অসাম্প্রদায়িক দাঙ্গার ঐতিহাসিক উপাদান নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে।

0
Updated: 1 day ago
‘কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
Created: 1 month ago
A
গিরিশচন্দ্র ঘোষ
B
দীনবন্ধু মিত্র
C
যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
D
মাইকেল মধুসূদন দত্ত
‘কীর্তিবিলাস’ নাটক
-
‘কীর্তিবিলাস’ নাটকটি বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা হিসেবে পরিচিত।
-
এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, এবং এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়।
-
নাটকের কাহিনি সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের ওপর ভিত্তি করে রচিত।
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ এই নাটকের একটি বৈশিষ্ট্য।
-
পাশ্চাত্য আদর্শে নাটকের অঙ্ক পাঁচটি, কিন্তু সংস্কৃত আদর্শ অনুসারে এতে রয়েছে ‘নান্দী’ ও ‘সূত্রধার’।
-
নাটকের ভাষা সংস্কৃত প্রভাবিত হওয়ায় আড়ষ্ট ও কৃত্রিম।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'মধুমালতী' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 4 hours ago
A
মর্সিয়া সাহিত্য
B
জীবনী সাহিত্য
C
রোমান্টিক প্রণয়োপাখ্যান
D
বৈষ্ণব পদাবলি
‘রোমান্টিক প্রণয়োপাখ্যান’ মধ্যযুগের এক বিশেষ সাহিত্যধারা, যা মূলত মুসলিম চরিত্রনির্ভর এবং প্রণয়কাহিনি-আশ্রিত। এটি অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত, যেখানে মুসলমান সাহিত্যিকরা বিদেশি কাহিনি অনুবাদ ও রূপান্তরের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেন।
এই ধারার উল্লেখযোগ্য অনুবাদ সাহিত্য হলো—
-
ইউসুফ-জোলেখা
-
লায়লী মজনু
-
মধুমালতী
-
গুলে বকাওলী
-
চন্দ্রাবতী
-
পদ্মাবতী
-
সতীময়না-লোর-চন্দ্রানী ইত্যাদি
এই ধারার প্রধান কবিগণ হলেন—
-
শাহ মুহম্মদ সগীর
-
সৈয়দ সুলতান
-
আবদুল হাকিম
-
আলাওল
-
কোরেশী মাগন ঠাকুর প্রমুখ
উৎস:

0
Updated: 4 hours ago
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় কাকে?
Created: 1 month ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
মাইকেল মধুসূদন দত্ত
C
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D
প্যারীচাঁদ মিত্র
প্যারীচাঁদ মিত্র
-
তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
জন্ম: ১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতা।
-
তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
-
প্রথম উপন্যাস: ‘আলালের ঘরে দুলাল’।
-
কিছু মত অনুযায়ী এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।
-
তাঁকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
-
সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই বিশেষ পরিচিতি লাভ করেন।
-
নিয়মিত লেখক ছিলেন দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেক্টেটর পত্রিকায়।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
-
রামারঞ্জিকা
-
কৃষিপাঠ
-
ডেভিড হেয়ারের জীবনচরিত
-
বামাতোষিণী
তাঁর রচিত উপন্যাস
-
আলালের ঘরের দুলাল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago