কোনটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস?
A
রেইনকোট
B
খোয়াবনামা
C
দোজখের ওম
D
চিলেকোঠার সেপাই
উত্তরের বিবরণ
চিলেকোঠার সেপাই ও আখতারুজ্জামান ইলিয়াস
-
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত। এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
-
উপন্যাসটি উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
-
প্রধান চরিত্র ওসমান, যে কোনো বাড়ির চিলেকোঠায় থাকলেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের সঙ্গে মিলিত হয়েছিল।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত অন্যান্য গ্রন্থ:
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘রেইনকোট’ তার মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প।
-
‘খোয়াবনামা’ উপন্যাসে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন, ১৯৪৩ সালের মন্বন্তর এবং পাকিস্তান আন্দোলনসহ অসাম্প্রদায়িক দাঙ্গার ঐতিহাসিক উপাদান নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে।
0
Updated: 1 month ago
'সেইদিন এই মাঠ' কবিতার রচয়িতা কে?
Created: 1 month ago
A
রণেশ দাশগুপ্ত
B
বুদ্ধদেব বসু
C
জীবনানন্দ দাশ
D
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
‘সেইদিন এই মাঠ’ জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’-র প্রথম কবিতা। এই গ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পর, ১৯৫৭ সালে এবং উৎসর্গ করা হয়েছে **‘আবহমান বাংলা, বাঙালী’**কে। কবিতায় জীবনানন্দের বাংলা ও বাংলার প্রকৃতি, স্মৃতি ও সৌন্দর্যের প্রতি গভীর শ্রদ্ধা ফুটে ওঠে।
জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে, এবং তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। তাঁকে সাধারণত ধূসরতার কবি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে চিত্ররূপময় কবিতা হিসেবে প্রশংসা করেছেন।
জীবনানন্দ দাশের রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
ঝরাপালক (প্রথম প্রকাশিত)
-
ধূসর পান্ডুলিপি
-
বনলতা সেন
-
রূপসী বাংলা
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
0
Updated: 1 month ago
"রমেশ, হেমনলিনী" - কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
মৃত্যক্ষুধা
B
কুহেলিকা
C
নৌকাডুবি
D
চোখের বালি
'নৌকাডুবি' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: সামাজিক উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
বিষয়বস্তু: জটিল পারিবারিক সমস্যার কেন্দ্রবিন্দুতে লেখা
মূল চরিত্র:
-
রমেশ
-
হেমনলিনী
-
কমলা
-
অন্নদাবাবু
উৎস: নৌকাডুবি — উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর; বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 2 months ago
'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
Created: 1 month ago
A
নাটক
B
ছোটগল্প
C
উপন্যাস
D
শিশুতোষ গ্রন্থ
নৌকাডুবি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
বিষয়: জটিল পারিবারিক সম্পর্ক ও সমস্যা
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
অবস্থান: দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
উৎস:
0
Updated: 1 month ago