ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলের ছাত্র অবস্থায় বুদ্ধদেব বসু কোন পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন?
A
প্রগতি
B
কবিতা
C
বাসন্তিকা
D
সাহিত্যপত্র
উত্তরের বিবরণ
বুদ্ধদেব বসু ও তাঁর সাহিত্যকর্ম
-
বুদ্ধদেব বসু ছিলেন ত্রিশ দশকের সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক।
-
তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লা তে জন্মগ্রহণ করেন। পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগর।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলের ছাত্র অবস্থায় তিনি 'বাসন্তিকা' পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন।
-
ঢাকা থেকে 'প্রগতি' (১৯২৭-১৯২৯) এবং কলকাতা থেকে 'কবিতা' (১৯৩৫-১৯৬০) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের উল্লেখযোগ্য অবদান।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা সাহিত্যে তাঁকে সব্যসাচী লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
‘তপস্বী ও তরঙ্গিণী’ নাটকের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার (১৯৬৭) লাভ করেন।
-
বুদ্ধদেব বসুর মৃত্যু হয় ১৯৭৪ সালের ১৮ মার্চ, কলকাতা তে।
বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের গান
-
একদিন চিরদিন
-
স্বাগত বিদায়
0
Updated: 1 month ago
বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা নয় কোনটি?
Created: 1 month ago
A
বাসন্তিকা
B
কালিকলম
C
প্রগতি
D
কবিতা
‘কালিকলম’ পত্রিকা ও বুদ্ধদেব বসু সংক্রান্ত তথ্য
কালিকলম পত্রিকা:
-
প্রকাশ: ১৯২৬ সালে।
-
ধরণ: সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা।
-
প্রধান সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র।
-
অন্যান্য সম্পাদক: শৈলজানন্দ মুখোপাধ্যায়, মুরলীধর বসু।
-
কর্মাধ্যক্ষ: শিশিরকুমার নিয়োগী (বরদা এজেন্সি)।
-
লক্ষ্য ও বিষয়বস্তু: সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক চিন্তাভাবনা প্রচার।
বুদ্ধদেব বসু:
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লা। পরিবারের আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
শিক্ষাজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলের ছাত্র, যেখানে তিনি ‘বাসন্তিকা’ পত্রিকার প্রকাশনায় যুক্ত ছিলেন।
-
সাহিত্য ও সম্পাদনা:
-
ঢাকা থেকে: ‘প্রগতি’ (১৯২৭-১৯২৯)
-
কলকাতা থেকে: ‘কবিতা’ (১৯৩৫-১৯৬০)
-
-
কীর্তি: রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত।
-
নাটক: ‘তপস্বী ও তরঙ্গিণী’ – সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৭)।
-
মৃত্যু: ১৯৭৪ সালের ১৮ মার্চ, কলকাতা।
সংক্ষেপে:
-
‘কালিকলম’ পত্রিকার সঙ্গে বুদ্ধদেব বসুর সরাসরি সম্পাদনার সম্পর্ক নেই।
-
বুদ্ধদেব বসুর সম্পাদিত প্রধান পত্রিকাগুলো হলো ‘প্রগতি’ ও ‘কবিতা’।
0
Updated: 1 month ago
'তিথিডোর' বুদ্ধদেব বসু রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
Created: 2 months ago
A
উপন্যাস
B
নাটক
C
প্রবন্ধ
D
কাব্যগ্রন্থ
‘তিথিডোর’ – বুদ্ধদেব বসু
-
রচনা ও প্রকাশ: বুদ্ধদেব বসু রচিত ‘তিথিডোর’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
-
সংগঠন: উপন্যাসটি তিন খণ্ডে বিভক্ত – শ্রাবণ, করুণ রঙিন পথ, যবনিকা কম্পমান।
-
বিষয়বস্তু: বাঙালি মধ্যবিত্তের নারী-পুরুষ জীবনযাপনের মনোরম কাহিনি। মূল উপজীব্য প্রেম ও যৌবন।
-
শৈলী: গীতিময় ভাষা, কাব্যময়তা এবং শেষাংশে ‘চৈতন্যপ্রবাহ’-ধর্মী বর্ণনাভঙ্গি।
বুদ্ধদেব বসু রচিত অন্যান্য উপন্যাস:
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
তিথিডোর
B
সাড়া
C
কঙ্কাবতী
D
নির্জন স্বাক্ষর
বুদ্ধদেব বসু একজন প্রখ্যাত সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক। তিনি বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম কবি হিসেবে পরিচিত। বুদ্ধদেব বসুর জন্ম ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায়, পরিবারের আদি নিবাস বিক্রমপুরের মালখানগরে।
-
জন্ম: ৩০ নভেম্বর, ১৯০৮, কুমিল্লা
-
পেশা: সাহিত্যিক, সমালোচক, সম্পাদক
-
বিশেষত্ব: বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য
রচিত কাব্যগ্রন্থ:
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
0
Updated: 1 month ago