'শিয়রে বাংলাদেশ' কাব্যগ্রন্থের কবি কে?
A
অমিয় চক্রবর্তী
B
নির্মলেন্দু গুণ
C
শামসুর রাহমান
D
সৈয়দ শামসুল হক
উত্তরের বিবরণ
নির্মলেন্দু গুণ ও তাঁর সাহিত্যকর্ম
-
‘শিয়রে বাংলাদেশ’ কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ।
-
নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
-
বাংলাদেশে তাঁকে প্রায়শই কবিদের কবি বলা হয়।
-
তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮২ সালে আলাওল সাহিত্য পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন।
নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
নির্মলেন্দু গুণ রচিত ভ্রমণকাহিনি:
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে

0
Updated: 1 day ago