'বখতিয়ারের ঘোড়া' আল মাহমুদ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
গল্পগ্রন্থ
উত্তরের বিবরণ
আল মাহমুদ ও তাঁর সাহিত্যকর্ম
-
‘বখতিয়ারের ঘোড়া’ কবি আল মাহমুদ রচিত একটি কাব্যগ্রন্থ।
আল মাহমুদ সম্পর্কে:
-
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
প্রকৃত নাম: মীর আবদুস শুকুর আল মাহমুদ।
-
স্বাধীনতা উত্তরকালে তিনি ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন।
-
তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: ‘সোনালী কাবিন’ (১৯৭৩)।
আল মাহমুদ রচিত প্রধান কাব্যগ্রন্থ:
-
লোক লোকান্তর
-
সোনালী কাবিন
-
কালের কলস
-
অদৃষ্টবাদীদের রান্নাবান্না
-
পাখির কাছে ফুলের কাছে
-
দোয়েল ও দয়িতা
-
দ্বিতীয় ভাঙন
-
বখতিয়ারের ঘোড়া
-
প্রেমের কবিতা
আল মাহমুদ রচিত প্রধান উপন্যাস:
-
কাবিলের বোন
-
চেহারার চতুরঙ্গ
-
উপমহাদেশ
-
ডাহুকী
-
আগুনের মেয়ে
আল মাহমুদ রচিত প্রধান গল্পগ্রন্থ:
-
পানকৌড়ির রক্ত
-
ময়ূরীর মুখ
-
গন্ধবণিক
-
সৌরভের কাছে পরাজিত

0
Updated: 1 day ago
কবি আল মাহমুদ রচিত উপন্যাস-
Created: 1 week ago
A
হাঁসুলী বাঁকের উপকথা
B
কাশবনের কন্যা
C
আগুনের মেয়ে
D
কাঞ্চনমালা
কবি আল মাহমুদ রচিত উপন্যাস 'আগুনের মেয়ে', যা ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

0
Updated: 1 week ago
কবি আল মাহমুদের 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
১৯৭৬ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৮ সালে
D
১৯৯৩ সালে
‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থ
রচয়িতা: আল মাহমুদ
প্রকাশ: ১৯৭৩
ধরন: ক্ষুদ্র কাব্যগ্রন্থ (সনেট ও অন্যান্য কবিতার সমন্বয়)
বৈশিষ্ট্য: গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে ‘সোনালী কাবিন’ নামে চৌদ্দটি সনেট অন্তর্ভুক্ত, যা একটি দীর্ঘ কবিতা হিসেবেও ধরা যেতে পারে
আল মাহমুদ (১৯৩৬–২০২২)
জন্ম: ১১ জুলাই ১৯৩৬, মোড়াইল গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া
প্রকৃত নাম: মীর আবদুস শুকুর আল মাহমুদ
পরিচিতি: প্রথিতযশা কবি, স্বাধীনতা উত্তরকালে ‘দৈনিক গণকন্ঠ’ পত্রিকার সম্পাদক
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সোনালী কাবিন (১৯৭৩)
রচিত কাব্যগ্রন্থ:
লোক লোকান্তর
কালের কলস
সোনালী কাবিন
পাখির কাছে ফুলের কাছে
অদৃষ্টবাদীদের রান্নাবান্না
রচিত উপন্যাস:
ডাহুকী
উপমহাদেশ
আগুনের মেয়ে
চেহারার চতুরঙ্গ
কাবিলের বোন
রচিত গল্পগ্রন্থ:
পানকৌড়ির রক্ত
সৌরভের কাছে পরাজিত
গন্ধবণিক
ময়ূরীর মুখ
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
সোনালী কাবিন
B
বখতিয়ারের ঘোড়া
C
মায়াবী পর্দা দুলে ওঠো
D
ডাহুকী
কবি আল মাহমুদ পরিচিতি
জন্ম: মীর আবদুস শুকুর আল মাহমুদ
পেশা: কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক, সাংবাদিক
খ্যাতি: অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য
রচিত কাব্যগ্রন্থ
লোক লোকান্তর
সোনালী কাবিন
কালের কলস
মায়াবী পর্দা দুলে ওঠো
আরব্য রজনীর রাজহাঁস
বখতিয়ারের ঘোড়া
প্রেমের কবিতা
নোট: “ডাহুকী” কবিতার গ্রন্থ নয়, এটি উপন্যাস
রচিত উপন্যাস
কাবিলের বোন
উপমহাদেশ
ডাহুকী
কবি ও কোলাহল
রচিত গল্পগ্রন্থ
পানকৌড়ির রক্ত
ময়ূরীর মুখ
সৌরভের কাছে পরাজিত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago