‘এ কোন্ পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙ্গিনায়’- গানটির রচয়িতা কে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
আবদুল গাফ্ফার চৌধুরী
D
লালন শাহ
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের কুমিল্লা অবস্থান ও অসহযোগ আন্দোলন
-
কুমিল্লা থেকে নজরুল দৌলতপুর গ্রামের আলী আকবর খানের বাড়িতে কিছুদিন অবস্থান করেন। এরপর ১৯ জুন কুমিল্লায় ফিরে ১৭ দিন অবস্থান করেন। তখন অসহযোগ আন্দোলন কুমিল্লায় উত্তপ্ত ছিল।
-
নজরুল কুমিল্লায় বিভিন্ন শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে নিজস্ব সুরারোপিত স্বদেশী গান পরিবেশন করেন। তাঁর গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
-
‘এ কোন্ পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙ্গিনায়’
-
‘আজি রক্ত-নিশি ভোরে / একি এ শুনি ওরে / মুক্তি-কোলাহল বন্দী-শৃঙ্খলে’
-
-
এই কর্মকাণ্ডের মাধ্যমে কলকাতার সৌখিন গীতিকার ও গায়ক নজরুল কুমিল্লায় অসহযোগ আন্দোলনে সক্রিয় হন এবং পরাধীনতার বিরুদ্ধে জাগরণী গান রচনা ও পরিবেশন করেন।
কাজী নজরুল ইসলামের কিছু বিখ্যাত গান:
-
ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ফিরে চাও ওগো পুরবাসী
-
বাজাও প্রভু বাজাও ঘন
-
বন্দীর মন্দিরে জাগো দেবতা
-
জাগো জাগো বধূ জাগো নব-বাসরে
-
কে যাবি পারে আয় ত্বরা করি

0
Updated: 1 day ago
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
Created: 2 months ago
A
বিদ্রোহী
B
প্রলয়োল্লাস
C
আনন্দময়ীর আগমনে
D
নারী
কাজী নজরুল ইসলাম ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা রচনার জন্য কারাবরণ করেণ।
- ৭৯ লাইনের বৃটিশ বিরোধী এই কবিতাটিতে নজরুলের ক্ষুব্ধ মনের প্রকাশ পাওয়া যায় জ্বালাময়ী শব্দের অন্তরালে।
- 'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় 'আনন্দময়ীর আগমনে' (২৬ শে সেপ্টেম্বর, ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ই নভেম্বর গ্রেফতার হন।
----------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
• উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।
• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
- মধুমালা (গীতিনাট্য)
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
Created: 6 days ago
A
ব্যথার দান
B
দোলনচাঁপা
C
সোনার তরী
D
শিউলিমালা
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে খ্যাত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত।
কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল দুখু মিয়া।
-
কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
সাম্যবাদী
-
ঝিঙে ফুল
-
দোলনচাঁপা
-
সিন্ধু হিন্দোল
-
চক্রবাক
-
নতুন চাঁদ
-
মরুভাস্কর
-
-
গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
-
নাটক:
-
ঝিলিমিলি
-
আলেয়া
-
উল্লেখযোগ্য, “সোনার তরী” রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।

0
Updated: 6 days ago
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
মাসিক মোহাম্মদী
B
সাপ্তাহিক বিজলী
C
দৈনিক নবযুগ
D
ধূমকেতু
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, ঝিঙেফুল, সর্বহারা, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিখা, মরুভাস্কর, সাম্যবাদী ইত্যাদি।

0
Updated: 1 month ago