কোন রাজসভা কর্তৃক ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি প্রদান করা হয়?
A
আরাকান রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
রোসাঙ্গ রাজসভা
D
কৃষ্ণনগর রাজসভা
উত্তরের বিবরণ
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
-
কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন, যা তিনটি খণ্ডে বিভক্ত।
-
এই কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে 'রায়গুণাকর' উপাধি দেন।
-
ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
তাঁকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবি হিসেবেও অভিহিত করা হয়।

0
Updated: 1 day ago
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।' - উক্তিটি কোন সাহিত্যিকের?
Created: 1 month ago
A
জ্ঞানদাস
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য
কবিতার উদাহরণ:
-
“প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে,
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।”-
আলোচিত পঙক্তিটি অন্নদামঙ্গল কাব্যের 'আমার সন্তান' কবিতার অন্তর্গত
-
এখানে লেখক ঈশ্বরী পাটনীর মুখ দিয়ে বলেছেন “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”
-
অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে:
-
রচয়িতা: ভারতচন্দ্র রায়গুণাকর
-
তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়
-
প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী প্রমুখ
-
ভাগ: তিন খণ্ডে বিভক্ত
-
শিবনারায়ণ
-
কালিকামঙ্গল
-
মানসিংহ-ভবানন্দ খণ্ড
-
-
ঈশ্বরী পাটনীর উক্তি: "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"
কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি:
-
“মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।”
-
“নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?”
-
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
Created: 4 weeks ago
A
১৭৫৬
B
১৭৫২
C
১৭৬০
D
১৭৬২
ভারতচন্দ্র রায়গুণাকর
-
ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাণ্ডুয়া গ্রামে জমিদার পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষতম কবি এবং সেই সময়ের একজন প্রধান কবি।
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের অধীনে তিনি সভাকবি হিসেবে কাজ করতেন।
-
রাজা কৃষ্ণচন্দ্র তাকে "রায়গুণাকর" উপাধি দেন।
-
ভারতচন্দ্র রায়গুণাকর ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা। এই মহাকাব্য রচনার জন্য তিনি রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ আদেশ পান।
-
তিনি ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

0
Updated: 4 weeks ago