'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
A
সত্যেন্দ্রনাথ ঠাকুর
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
অক্ষয়কুমার দত্ত
D
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
'তত্ত্ববোধিনী' পত্রিকা ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
সম্পাদনা:
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত (১৮৫৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন)
-
অক্ষয়কুমারের অবসরের পর সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ
-
অন্যান্য সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
-
0
Updated: 1 month ago
সাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
Created: 3 months ago
A
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
B
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
C
শেখ আব্দুর রহিম
D
ইসমাইল হোসেন সিরাজী
‘সুধাকর’ পত্রিকা
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।
- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'সংবাদ প্রভাকর' কত সালে দৈনিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
১৮৩১ সালে
B
১৮৩৬ সালে
C
১৮৩৯ সালে
D
১৮৪১ সালে
সংবাদ প্রভাকর:
-
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-
তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
-
কিছুদিনের মধ্যেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়, কিন্তু ১৮৩৬ সালে পুনরায় প্রকাশিত হয়।
-
১৮৩৯ সালে এটি বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
সংবাদ প্রকাশের পাশাপাশি পত্রিকায় সাহিত্যচর্চাও হতো।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রর প্রাথমিক রচনাগুলোও সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হয়েছিল।
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাগুলোও সম্পাদনা করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় -
Created: 1 month ago
A
ঢাকা প্রকাশ
B
সমকাল
C
বঙ্গদর্শন
D
শিখা
সঠিক উত্তর হলো গ) বঙ্গদর্শন। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
-
রচনা ও প্রেক্ষাপট:
• গানটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
• বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় গানটি অত্যন্ত জনপ্রিয় হয়।
• ১৯০৫ সালে বঙ্গভঙ্গবিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গানটি প্রচার করেন।
• গানটি ব্রিটিশদের বঙ্গভঙ্গ প্রক্রিয়ার বিরোধিতা করে রচিত। -
সঙ্গীত ও প্রকাশনা:
• প্রথম ১০ পঙ্ক্তি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
• গানটি রবীন্দ্রনাথের ‘গীতবিতান’–এর স্বরবিতান অংশভুক্ত।
• সুর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তবে এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব পড়েছিল।
• প্রথম প্রকাশ: ‘বঙ্গদর্শন’ পত্রিকায়, ১৩১২ বঙ্গাব্দ (১৯০৫)। -
‘বঙ্গদর্শন’ পত্রিকা:
• প্রথম প্রকাশ: ১৮৭২, সম্পাদক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
• প্রধান লেখক: বঙ্কিমচন্দ্র; নিয়মিত লেখক ছিলেন গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ।
• বঙ্কিমচন্দ্রের পরে সম্পাদকত্বে ছিলেন সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র। -
অন্য পত্রিকাসমূহ (যেখানে গান প্রকাশিত হয়নি):
• ঢাকা প্রকাশ: ১৮৬১ সালে প্রথম প্রকাশিত, সম্পাদক: কৃষ্ণচন্দ্র মজুমদার।
• সমকাল: ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র, সম্পাদক: সিকান্দার আবু জাফর।
• শিখা: ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র, প্রথম সম্পাদক: আবুল হুসেন।
অতএব, ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়, যা সঠিক উত্তরকে নিশ্চিত করে।
0
Updated: 1 month ago