গার্ডিয়া সিভিল কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
A
ফিনল্যান্ড
B
স্পেন
C
রাশিয়া
D
নেপাল
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী
-
স্পেন: গার্ডিয়া সিভিল
-
গঠন: ১৮৪৪
-
সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
-
ভারত: BSF (Border Security Force)
-
রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
-
ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
-
ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
-
জার্মানি: জার্মান ফেডারেল পুলিশ
-
যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
-
পাকিস্তান: রেঞ্জার্স
-
মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
-
বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ
সূত্র:
0
Updated: 1 month ago
ভিয়েনা কনভেনশনে মোট কতটি ধারা রয়েছে?
Created: 1 month ago
A
৫১টি
B
৪৯টি
C
৫৫টি
D
৫৩টি
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক আচরণ সংক্রান্ত একটি চুক্তি, যা কূটনীতিকদের নিরাপত্তা এবং কূটনৈতিক কার্যক্রমের নিয়মাবলী নির্ধারণ করে।
-
চুক্তি গৃহীত হয় ১৮ এপ্রিল, ১৯৬১।
-
চুক্তি কার্যকর হয় ২৪ এপ্রিল, ১৯৬৪।
-
স্বাক্ষর স্থল: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
চুক্তিতে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
কোনো দেশ এই ধারার বিরুদ্ধে কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
ভারত চুক্তিতে স্বাক্ষর করে ১৯৬৫ সালে।
-
বাংলাদেশ চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।
0
Updated: 1 month ago
'Avangard' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
ইরান
Avangard হলো রাশিয়ার তৈরি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল (HGV), যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) মাধ্যমে উৎক্ষেপণ করা যায়।
-
গতি ও ক্ষমতা: ম্যাক ২০ (শব্দের গতির ২০ গুণের বেশি) এবং অনির্দেশ্য কৌশলে গতিপথ পরিবর্তন করতে সক্ষম, ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো যায়।
-
উন্মোচন ও মোতায়েন: ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্মোচন করেন; ২০১৯ সালের শেষ দিকে কার্যকরভাবে মোতায়েন শুরু হয়।
-
উদ্দেশ্য: মূলত যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করার জন্য ডিজাইন।
0
Updated: 1 month ago
'কিউবা ক্ষেপনাস্ত্র সংকট' কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৯৫১ সালে
B
১৯৬২ সালে
C
১৯৬৪ সালে
D
১৯৬৮ সালে
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ১৯৬২ সালের অক্টোবরে ঘটে, যা শীতল যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দেয়।
-
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis) অক্টোবর ১৯৬২ সালে সংঘটিত হয়।
-
সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
-
এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন নিকিতা ক্রুশ্চেভ।
-
১৬ থেকে ২৮ অক্টোবর, মোট ১৩ দিন ধরে সংকট চলতে থাকে।
-
এটি ছিল শীতল যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
-
শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়।
0
Updated: 1 month ago