'ডেজার্ট ফক্স' নামে পরিচিত ছিলেন কে?
A
ফিল্ড মার্শাল রোমেল
B
ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল
C
ফিল্ড মার্শাল বার্নার্ড রোমেল
D
ফিল্ড মার্শাল ভন লিস্ট
উত্তরের বিবরণ
ডেজার্ট ফক্স (Desert Fox)
-
নাম: ফিল্ড মার্শাল এরউইন রোমেল
-
উপাধি: ডেজার্ট ফক্স বা মরুভূমির শিয়াল
-
জাতীয়তা: জার্মান
-
বিশেষত্ব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকা কর্পস (Afrika Korps) এর নেতৃত্ব দেন
-
কৃতিত্ব: দ্রুত গতিতে আফ্রিকার বিভিন্ন অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণে আনার জন্য পরিচিত
-
সূত্র:

0
Updated: 1 day ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 3 weeks ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 3 weeks ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 1 month ago
নীল নদের উৎস কোনটি?
Created: 1 month ago
A
ইথিওপিয়ার পবর্তমালা
B
ভিক্টোরিয়া হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
মিনোসোটার হ্রদ
নীল নদ সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
আফ্রিকা মহাদেশে অবস্থিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
-
উৎপত্তি:
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
-
প্রবাহ ও পতিত হওয়া:
-
বিভিন্ন দেশ অতিক্রম করে ভূ-মধ্যসাগরে পতিত
-
নদী ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত:
-
মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া
-
-
-
উপনদী:
-
দুটি প্রধান উপনদী: সাদা নীল এবং নীল নীল
-
তথ্যসূত্র: Britannica.com & Worldatlas.com

0
Updated: 1 month ago