ফকল্যান্ড যুদ্ধে বিজয়ী হয় কোন দেশ?
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
যুক্তরাজ্য
D
জার্মানি
উত্তরের বিবরণ
ফকল্যান্ড যুদ্ধ (Falklands War)
-
কারণ: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে বিরোধ
-
বছর: ১৯৮২
-
পক্ষ: আর্জেন্টিনা বনাম যুক্তরাজ্য
-
যুদ্ধক্ষেত্র: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপ
-
ফলাফল: যুক্তরাজ্য বিজয়ী; ফকল্যান্ড ও কয়েকটি সংলগ্ন দ্বীপে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত
-
সূত্র:

0
Updated: 1 day ago
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 1 week ago
A
ECE
B
ECLAC
C
ESCWA
D
ESCAP
ESCWA বা পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হলো জাতিসংঘের একটি আঞ্চলিক সংস্থা, যা পশ্চিম এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পূর্ণরূপ হলো United Nations Economic and Social Commission for Western Asia (ECWA)।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৭৩
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করা, সহযোগিতা জোরদার করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা
-
সদর দপ্তর: বৈরুত, লেবানন
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago
MERCOSUR গঠনে যে চুক্তি স্বাক্ষরিত হয়-
Created: 1 month ago
A
Treaty of Asuncion
B
Treaty of Lima
C
Treaty of Montevideo
D
Treaty of Buenos Aires
MERCOSUR
-
পূর্ণরূপ: Southern Common Market
-
সংজ্ঞা: দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য গোষ্ঠী।
-
প্রতিষ্ঠা তারিখ: ২৬ মার্চ, ১৯৯১
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asunción
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫টি — আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা
-
ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত: ২০১৬
-
-
সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া
-
পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড
-
উদ্দেশ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ
-
বাণিজ্য ও পণ্য, সেবা, মূলধন, শ্রমের মুক্ত প্রবাহ নিশ্চিত করা
-
সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
উৎস: Britannica ওয়েবসাইট, Mercosur ওয়েবসাইট

0
Updated: 1 month ago