কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
A
উপসাগরীয় যুদ্ধ
B
আফগান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
কোরীয় যুদ্ধ
উত্তরের বিবরণ
ডমিনো তত্ত্ব (Domino Theory)
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
-
প্রথম ঘোষণা: ১৯৫৪ সালের ৭ এপ্রিল, এক সংবাদ সম্মেলনে
-
সারসংক্ষেপ: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তবে পাশের রাষ্ট্রগুলোও দ্রুত সমাজতন্ত্রীদের দখলে চলে যেতে পারে; অর্থাৎ রাষ্ট্রগুলো “ডমিনো শৈলীতে” পতিত হবে।
-
প্রয়োগ ক্ষেত্র: দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়
-
যুক্তরাষ্ট্রের ভূমিকা: এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা প্রদান
-
প্রচলনের সময়কাল: ১৯৫০–১৯৮৯ সাল পর্যন্ত
সূত্র:

0
Updated: 1 day ago
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 week ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

0
Updated: 1 week ago
কোন মার্কিন প্রেসিডেন্ট অসলো-১ শান্তি চুক্তির মধ্যস্থতা করেন?
Created: 1 week ago
A
রিগান
B
জিমি কার্টার
C
বিল ক্লিনটন
D
রিচার্ড নিক্সন
অসলো-১ শান্তি চুক্তি হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি, যা দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে গৃহীত হয়।
-
স্বাক্ষরিত হয় ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
-
চুক্তি স্বাক্ষরিত স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
চুক্তির নাম অসলো চুক্তি, কারণ এর পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল
-
চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে
-
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন চুক্তিতে মধ্যস্থতা করেন
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
নিম্নের কোন সংগঠনটি FAO এর সদস্য হিসেবে পরিচিত?
Created: 9 hours ago
A
EU
B
SAARC
C
AU
D
NATO
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে

0
Updated: 9 hours ago