কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
A
উপসাগরীয় যুদ্ধ
B
আফগান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
কোরীয় যুদ্ধ
উত্তরের বিবরণ
ডমিনো তত্ত্ব (Domino Theory)
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
-
প্রথম ঘোষণা: ১৯৫৪ সালের ৭ এপ্রিল, এক সংবাদ সম্মেলনে
-
সারসংক্ষেপ: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তবে পাশের রাষ্ট্রগুলোও দ্রুত সমাজতন্ত্রীদের দখলে চলে যেতে পারে; অর্থাৎ রাষ্ট্রগুলো “ডমিনো শৈলীতে” পতিত হবে।
-
প্রয়োগ ক্ষেত্র: দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়
-
যুক্তরাষ্ট্রের ভূমিকা: এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা প্রদান
-
প্রচলনের সময়কাল: ১৯৫০–১৯৮৯ সাল পর্যন্ত
সূত্র:
0
Updated: 1 month ago
OSCE এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Organisation for Systematic Co-Operation in Europe
B
Organisation for Strategic and Co-Operation in Europe
C
Organisation for Security and Co-Operation in Europe
D
Organisation for Strategic and co-existence in Europe
OSCE (The Organisation for Security and Co-Operation in Europe) হলো ইউরোপের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংস্থা, যা শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে কাজ করে।
-
পূর্ণরূপ: The Organisation for Security and Co-Operation in Europe
-
প্রতিষ্ঠা: ১৯৭৫, হেলসিঙ্কি চুক্তির মাধ্যমে
-
সদস্য দেশ: ৫৭টি
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
0
Updated: 1 month ago
স্ক্যান্ডেনেভিয়ান দেশ কোনটি?
Created: 1 month ago
A
বেলজিয়াম
B
নরওয়ে
C
লুক্সেমবার্গ
D
গ্রিনল্যান্ড
স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল, যা ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক থেকে স্বতন্ত্র।
স্ক্যান্ডিনেভিয়ার তথ্য:
-
মূল স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক
-
প্রায়শই অন্তর্ভুক্ত দেশ: ফিনল্যান্ড, আইসল্যান্ড, ফারো আইল্যান্ড
নর্ডিক অঞ্চল হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের সঙ্গে ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে মিলিয়ে গঠিত অঞ্চল।
-
নর্ডিক অঞ্চলভুক্ত দেশসমূহ: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড
0
Updated: 1 month ago
কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
Created: 2 months ago
A
গ্রিক সভ্যতায়
B
মিশরীয় সভ্যতায়
C
চৈনিক সভ্যতায়
D
সিন্ধু সভ্যতায়
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
সাম্রাজ্যের পতন
সিন্ধু সভ্যতা
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠায় এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা।
-
এর সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
-
মহেঞ্জোদারো ও হরপ্পা উভয়ই একই সভ্যতার অংশ।
-
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত।
পরিমাপ পদ্ধতি
-
সিন্ধু সভ্যতার মানুষরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
-
তাদের এই উদ্ভাবনকে প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান বলা হয়।
-
তারা বিভিন্ন দ্রব্য মাপার জন্য ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
-
এছাড়া, দাগ কাটা স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago