Federal Bureau of Investigation এর প্রতিষ্ঠাতা কে?
A
জোসেফ ওনাপার্ট
B
চার্লস জোসে
C
জোসেফ বোনাপার্ট
D
চার্লস হ্যারি
উত্তরের বিবরণ
FBI (Federal Bureau of Investigation)
-
পূর্ণরূপ: Federal Bureau of Investigation
-
প্রকার: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা
-
সংস্থার অধীন: মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় (United States Department of Justice)
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট
সূত্র:
0
Updated: 1 month ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন
0
Updated: 2 months ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস
0
Updated: 2 months ago
’উইম্বলডন’ নামটি কোন খেলার সাথে জড়িত?
Created: 1 month ago
A
ফুটবল খেলা
B
ক্রিকেট খেলা
C
টেনিস খেলা
D
হকি খেলা
উইম্বলডন টেনিস প্রতিযোগিতা:
-
সংজ্ঞা: উইম্বলডন (Wimbledon) হলো বিশ্বের সবচেয়ে পুরাতন ও মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্ট।
-
গ্র্যান্ড স্ল্যাম: এটি চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একমাত্র গ্রাস কোর্টে (ঘাসে) খেলা হয়।
-
স্থান: অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকেট ক্লাব (All England Lawn Tennis and Croquet Club), উইম্বলডন, লন্ডন, ইংল্যান্ড।
-
সময়: প্রতিবছর জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত।
-
প্রথম আয়োজন: ১৮৭৭ সালে, শুধুমাত্র পুরুষ একক (Men’s Singles) বিভাগে।
-
বিভাগ বৃদ্ধি: ১৮৮৪ সালে নারী একক (Women’s Singles) এবং ডাবলস বিভাগ যোগ করা হয়।
-
পরিচালনা: All England Lawn Tennis and Croquet Club (AELTC)।
0
Updated: 1 month ago