কোনটি ঠিক?
A
গোরা (নাট্যগ্রন্থ)
B
বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
C
পথের দাবী (উপন্যাস)
D
কাত্তরের দিনগুলি (উপন্যাস)
উত্তরের বিবরণ
‘পথের দাবী’ উপন্যাস
‘পথের দাবী’ রচনা করেছেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৯২৬ সালে প্রকাশিত একটি রাজনৈতিক ধারার উপন্যাস।
এই গ্রন্থটি মূলত ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব এবং স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত। কাহিনীর প্রধান চরিত্র সব্যসাচী, যিনি একজন গুপ্ত বিপ্লবী নেতার ভুমিকায় অভিনয় করেন। অনেকের মতে, সব্যসাচীর চরিত্রে বিরাজমান রূপটি ছিল বিপ্লবী রাসবিহারী বসুর আদলে নির্মিত। উপন্যাসের কেন্দ্রে ব্রিটিশ বিরোধী বিক্ষোভ এবং দেশপ্রেমের স্ফূরণ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
গ্রন্থটি প্রকাশের পরেই ইংরেজ শাসন কর্তৃক নিষিদ্ধ হয়ে যায়। যদিও নান্দনিক দৃষ্টিকোণ থেকে ‘পথের দাবী’ সাহিত্যিক উৎকৃষ্টতার মানদণ্ডে বিতর্কের সৃষ্টি করলেও, রাজনৈতিক প্রেক্ষাপটে এটি স্বাধিকার আন্দোলনে অনুপ্রেরণার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে।
উপন্যাসের শেষের অংশে রয়েছে একটি গভীর বক্তব্য, “আমি একজন বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র লক্ষ্য, আমার একমাত্র সাধনা।” এ কারণে এই রচনা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব ধারণ করে।
‘পথের দাবী’ প্রথম প্রকাশিত হয়েছিল ‘বঙ্গবাণী’ পত্রিকার ১৩২৯ সালের ফাল্গুন সংখ্যায় ধারাবাহিক রূপে।
অন্য প্রসঙ্গে
-
জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ একটি স্মৃতিকথামূলক গ্রন্থ, যা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা ও অভিজ্ঞতাগুলোকে দিনপঞ্জির আকারে উপস্থাপন করে।
-
কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ প্রথমবার ২২শে পৌষ ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২) ‘সাপ্তাহিক বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস ‘গোরা’ (১৯১০) তার নায়ক গোরা সম্পর্কে, যিনি সিপাহী বিদ্রোহের সময় নিহত এক আইরিশ দম্পতির সন্তান ছিলেন।
তথ্যসূত্র: ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 5 months ago
A
আলালের ঘরের দুলাল
B
মৃত্যুক্ষুধা
C
জোহরা
D
হাজার বছর ধরে
আলালের ঘরের দুলাল
‘আলালের ঘরের দুলাল’ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস, যা ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে তিনি তৎকালীন সমাজের অস্থিরতা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুসরণ, এবং অব্যবস্থাপূর্ণ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেন।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মতিলাল, এক ধনী বাবু বাবুরামের পুত্র, কুসঙ্গে পড়ে এবং পিতার অবহেলায় ধ্বংসের পথে এগিয়ে যায়। বাবার মৃত্যুর পর সে সমস্ত সম্পদ অপচয় করে ফেলে।
এই উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র মোকাজান মিয়া ওরফে ঠকচাচা। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর, এবং বাবুরাম।
প্যারীচাঁদ মিত্র:
প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন প্রখ্যাত লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী। তিনি ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। সাহিত্য জগতে তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে পরিচিত।
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হয়ে হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
আলালের ঘরের দুলাল
-
মদ খাওয়া বড় দায়
-
জাত থাকার কি উপায়?
-
আধ্যাত্মিকা
উৎস: বাংলাপিডিয়া ও ড. সৌমিত্র শেখর-এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 5 months ago
'হাঁসুলী বাঁকের উপকথা' কোন ধরনের উপন্যাস?
Created: 1 month ago
A
ঐতিহাসিক উপন্যাস
B
আঞ্চলিক উপন্যাস
C
রাজনৈতিক উপন্যাস
D
মহাকাব্যিক উপন্যাস
‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাস
-
এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৪৭ সালে।
-
উপন্যাসে বীরভূমের কাহার সম্প্রদায়ের জীবন, তাদের সংস্কৃতি, ধর্মবিশ্বাস, আচার-আচরণ ও লোককথা আন্তরিকভাবে উপস্থাপন করা হয়েছে।
-
কাহিনীর মূল ধারা: একদিকে সম্প্রদায়ের আত্মবিরোধ, পরিবর্তন ও বিলুপ্তি, অন্যদিকে প্রাচীন সমাজের সঙ্গে নতুন পরিবর্তমান জগতের সংঘাত।
আঞ্চলিক উপন্যাস:
-
কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনযাপন, তাদের হাসি-কান্না, আচরণ ও উচ্চারণের স্বতঃসিদ্ধ চিত্র তুলে ধরা উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা হয়।
-
পরিচিত আঞ্চলিক উপন্যাসের উদাহরণ:
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – আরণ্যক
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাঁসুলি বাঁকের উপকথা
-
সতীনাথ ভাদুড়ি – ঢোঁড়াই চরিত মানস
-
দেবেশ রায় – তিস্তাপারের বৃত্তান্ত
-
আলাউদ্দীন আল আজাদ – কর্ণফুলী
-
অদ্বৈত মল্লবর্মণ – তিতাস একটি নদীর নাম
-
0
Updated: 1 month ago
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 1 month ago
A
কাঁদো নদী কাঁদো
B
প্রদোষে প্রাকৃতজন
C
রাঙ্গা প্রভাত
D
দুই সৈনিক
শওকত ওসমানের ‘দুই সৈনিক’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যার পটভূমি গ্রামবাংলা। উপন্যাসটির নামকরণ করা হয়েছে পাকবাহিনীর দুই চরিত্র— মেজর হাকিম ও ক্যাপ্টেন ফৈয়াজ—কে কেন্দ্র করে। এতে মুক্তিযুদ্ধকালীন অসংখ্য ঘটনার মধ্যে কেবল একটি ঘটনাংশ বর্ণিত হয়েছে।
উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো—
-
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
জলাংগী
-
-
অন্যান্য বাংলা উপন্যাস:
-
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মনোসমীক্ষামূলক উপন্যাস: কাঁদো নদী কাঁদো
-
শওকত আলী রচিত ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস: প্রদোষে প্রাকৃতজন
-
আবুল ফজল রচিত উপন্যাস: রাঙ্গা প্রভাত
-
উৎস:
0
Updated: 1 month ago