দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের অবসান হয়?
A
প্রথম বিশ্বযুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
ইউরোপের ধর্ম যুদ্ধ
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
দ্বিতীয় ভার্সাই চুক্তি ও প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি
-
স্বাক্ষর: ১৯১৯ সালের ২৮ জুন, ফ্রান্সের ভার্সাইয়ে।
-
প্রযোজ্য তারিখ: ১০ জানুয়ারি, ১৯২০ থেকে চুক্তি কার্যকর।
-
চুক্তিতে অংশগ্রহণকারী: মূলত মিত্রশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান ইত্যাদি) এবং জার্মানি।
-
মূল শর্ত: জার্মানিকে যুদ্ধের জন্য দোষী সাব্যস্ত করা এবং বিপুল আর্থিক জরিমানা প্রদান।
-
প্রভাব: প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সূত্র:

0
Updated: 1 day ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
Created: 1 month ago
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 1 month ago
মার্টিন লুথার কিং নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কবে?
Created: 1 month ago
A
১৯৬৫ সালে
B
১৯৮৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৬৪ সালে
মার্টিন লুথার কিং জুনিয়র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।
-
জন্ম: ১৫ জানুয়ারি, ১৯২৯ – জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
-
বিখ্যাত ভাষণ: “I Have a Dream” (২৮ আগস্ট, ১৯৬৩)।
-
তিনি স্বপ্ন দেখেছিলেন বর্ণবাদমুক্ত, সমঅধিকার ভিত্তিক যুক্তরাষ্ট্রের।
-
-
পুরস্কার: ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার।
-
মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৬৮ – মেমফিস, যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)।

0
Updated: 1 month ago
কোন দুটি দেশের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল?
Created: 1 day ago
A
ফ্রান্স-জার্মানি
B
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C
ইংল্যান্ড ও ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
শতবর্ষ যুদ্ধ হলো ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংঘটিত দীর্ঘকালীন যুদ্ধ, যা চলেছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
মূল তথ্য:
-
যুদ্ধের সূচনা: ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসনের দাবিতে
-
ফ্রান্সের সেনাপতি: জোয়ান অব আর্ক
-
ফলাফল: বিজয়ী ফ্রান্স
উৎস:

0
Updated: 1 day ago