CIA এর সদর দপ্তর কোথায়?
A
নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র
B
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
C
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
D
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
CIA (Central Intelligence Agency) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৭ সালে
-
সদরদপ্তর: ল্যাংলি, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
বর্তমান পরিচালক: উইলিয়াম জে. বার্নস
সূত্র:
0
Updated: 1 month ago
সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
দোহার
B
ধামরাই
C
সাভার
D
কেরানীগঞ্জ
যখন কোনো এলাকার বায়ুদূষণের মাত্রা জাতীয় মান নিয়মিতভাবে অতিক্রম করে, তখন সেই এলাকা ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি, ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে।
-
সাভারের বায়ুর বার্ষিক দূষণ মাত্রা জাতীয় বার্ষিক মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে, যা গুরুতর পরিবেশগত সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।
-
সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত) ইট পোড়ানো এবং ইট প্রস্তুতির কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।
-
এছাড়া, উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন নতুন শিল্পকারখানার জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।
এ পদক্ষেপের মাধ্যমে সাভার এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষা করা লক্ষ্য।
0
Updated: 1 month ago
কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
Created: 1 month ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
0
Updated: 1 month ago
'বাসেল কনভেনশন' কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
Created: 1 month ago
A
সমুদ্রতলদেশে প্রাণী সংরক্ষণ
B
বন্যপ্রাণী সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন
• বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন।
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- পুরো নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- বাংলাদেশ কনভেনশনটি অনুমােদন করে ১৯৯৩ সালে।
0
Updated: 1 month ago