"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি কার রচনা?
A
কাজী নজরুল ইসলাম
B
নির্মলেন্দু গুণ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিদ্যাপতি
উত্তরের বিবরণ
"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'মরণ' কবিতার অন্তর্ভুক্ত।
-
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্য:
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর, বৈষ্ণব পদাবলির ধারায় ব্রজবুলি ভাষায় লিখিত
-
প্রকাশকাল: ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি
-
গ্রন্থে আখ্যাপত্রে কবির নাম ভানুসিংহ ঠাকুর উল্লেখ এবং প্রকাশক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়, ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হয়েছে; অধিকাংশই পুরাতন কালের খাতা থেকে সন্ধান করে সংগ্রহ করা
-
গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে
-
-
উল্লেখযোগ্য কবিতা: মরণ, প্রশ্ন
-
'মরণ' কবিতার বিখ্যাত পঙ্ক্তি: "মরণ রে, তুঁহু মম শ্যামসমান।"
0
Updated: 1 month ago
'মহেন্দ্র এবং আশালতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
নৌকাডুবি
B
শেষের কবিতা
C
ঘরে-বাইরে
D
চোখের বালি
‘হিতকরী’ পত্রিকা
-
‘হিতকরী’ পত্রিকা ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
-
পরবর্তীকালে এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোসলেম উদ্দীন খান।
-
এই পত্রিকায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো—
-
বাঙালি মুসলমানদের মাতৃভাষা বাংলাচর্চা, এবং
-
হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা।
-
অন্য উল্লেখযোগ্য পত্রিকা ও সম্পাদকগণ
-
হিতবাদী → কৃষ্ণকমল ভট্টাচার্য
-
সুধাকর → শেখ আবদুর রহিম
-
স্বদেশ → আহমদ ছফা
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ-
Created: 1 month ago
A
শেষের কবিতা
B
শেষ লেখা
C
শেষ রক্ষা
D
চোখের বালি
শেষ লেখা
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯৪১
-
বিবরণ: 'শেষলেখা' রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ। অধিকাংশ কবিতা তাঁর জীবনের শেষ কয়েক দিনের রচনা।
-
বৈশিষ্ট্য: কাব্যগ্রন্থে ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎপ্রীতি প্রকাশ পেয়েছে।
-
উদাহরণ কবিতা:
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
বৈশিষ্ট্য: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক
-
উল্লেখযোগ্য অর্জন: 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত; শিশু-কালের 'বনফুল' কাব্য প্রকাশ
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), কলকাতা
প্রধান কাব্যগ্রন্থ:
-
মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষ লেখা
অন্যান্য সাহিত্যকর্ম:
-
নাটক: শেষ রক্ষা
-
উপন্যাস: শেষের কবিতা, চোখের বালি
উৎস:
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন -
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
বিষ্ণু দে
C
অমিয় চক্রবর্তী
D
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন অমিয় চক্রবর্তী, যিনি রবীন্দ্রনাথের সঙ্গে বহু দেশ ভ্রমণ করেছেন।
-
জন্ম ও শিক্ষাজীবন:
-
জন্ম: ১০ এপ্রিল, ১৯০১, হুগলীর শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ
-
তিনি তিরিশের পঞ্চকবির মধ্যে একজন
-
পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১)
-
শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান
-
-
পেশাজীবন:
-
১৯২৬-১৯৩৩ সালে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন
-
-
সম্মাননা ও পুরস্কার:
-
কবিতার জন্য বহু পুরস্কার ও সম্মাননা
-
উল্লেখযোগ্য: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার
-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়: ‘দেশিকোত্তম’ (১৯৬৩)
-
ভারত সরকার: ‘পদ্মভূষণ’ (১৯৭০)
-
-
মৃত্যু: ১২ জুন ১৯৮৬, শান্তিনিকেতন
-
রচিত কাব্যগ্রন্থ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ ইত্যাদি
-
0
Updated: 1 month ago