'আরব বসন্ত' এর সূচনা হয় কোথায়?
A
ইয়েমেন
B
তিউনিশিয়া
C
মিশর
D
সিরিয়া
উত্তরের বিবরণ
আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত ধারাবাহিক গণঅভ্যুত্থান।
মূল তথ্য:
-
সূত্রপাত: ২০১০ সালের ডিসেম্বর মাসে তিউনেশিয়ায়, যেখানে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়
-
ফলাফল: ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী পতিত হন
-
বিস্তার: মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে আন্দোলন ছড়িয়ে পড়ে
-
গৃহযুদ্ধ: লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয় এবং এখনো সংঘাত চলমান
সূত্র:
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি? [আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
যুক্তরাজ্য
B
ভারত
C
ফ্রান্স
D
জার্মানি
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষর: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬, নিউইয়র্ক
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের অংশগ্রহণ: স্বাক্ষর ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
গুরুত্বপূর্ণ তথ্য:
-
চুক্তি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
-
এই দেশগুলোর মধ্যে ৯টি এখনও অনুমোদন দেয়নি।
-
এর মধ্যে রাশিয়া ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করেছে।
-
ফলে, চুক্তিটি এখনও কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।
উৎস: CTBTO ওয়েবসাইট
0
Updated: 2 months ago
রাশিয়ান গোয়েন্দা সংস্থা KGB-এর বর্তমান নাম কী?
Created: 1 month ago
A
FBI
B
CIA
C
FSB
D
ISB
কেজিবি ছিল সোভিয়েত ইউনিয়নের বিদেশী গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ নজরদারি পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
-
কেজিবি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
-
সোভিয়েত ইউনিয়নে এটি কমিউনিস্ট পার্টির ঢাল হিসেবে কাজ করত।
-
কেজিবির দায়িত্বের মধ্যে ছিল দেশের রাজনৈতিক নেতৃত্বের সুরক্ষা, সীমান্ত সৈন্যদের তত্ত্বাবধান, এবং জনগণের উপর সাধারণ নজরদারি।
-
কেজিবির বর্তমান নাম হলো Federal Security Service (FSB)।
-
১৯৯৫ সালে রাশিয়ার রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন কেজিবির নাম পরিবর্তন করে FSB রাখেন।
0
Updated: 1 month ago
উলফা কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
Created: 1 month ago
A
ভারত
B
পাকিস্তান
C
শ্রীলঙ্কা
D
নেপাল
United Liberation Front of Assam (ULFA) হলো ভারতের আসামের একটি বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন, যা স্বাধীন আসাম রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
-
সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে।
-
প্রধান লক্ষ্য: ভারত থেকে মুক্ত হয়ে স্বাধীন আসাম রাজ্য প্রতিষ্ঠা করা।
-
প্রধান নেতৃবৃন্দ: পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া।
-
পরেশ বড়ুয়া বর্তমানে উলফার প্রধান।
-
ভারত সরকার ১৯৯০ সালে ULFA-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করে।
0
Updated: 1 month ago