ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
A
বেলজিয়াম
B
ফ্রান্স
C
ইতালি
D
জার্মানি
উত্তরের বিবরণ
ওয়াটারলু যুদ্ধ হলো বিখ্যাত যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে সংঘটিত এক যুদ্ধ, যা ঘটেছিল ১৮১৫ সালে।
মূল তথ্য:
-
পরাজিত: নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের সামরিক নেতা
-
পরাজয়ের পর: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়
-
নেপোলিয়নের মৃত্যু: ১৮২১ সালে
-
বিজয়ী সেনাপতি: আরথার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
উৎস:

0
Updated: 1 day ago
'কলম্বিয়া' কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
উত্তর আমেরিকা
কলম্বিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
কলম্বিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
-
আয়তন: ৪৪০,৫৩১ বর্গ মাইল।
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: বোগোটা
-
ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম, মূলত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: পেসো
-
-
অর্থনীতি ও উৎপাদন:
-
প্রধান অর্থকরী ফসল: কফি
-
বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী
-
দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ
-
-
রাষ্ট্র ও সরকার:
-
রাষ্ট্রপতি প্রধান।
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের গ্রেট লেক (Great Lakes) বলতে বুঝানো হয়-
Created: 1 month ago
A
৫টি হ্রদ
B
৪টি হ্রদ
C
৩টি হ্রদ
D
৬টি হ্রদ
গ্রেট লেকস (Great Lakes)
-
অবস্থান: উত্তর আমেরিকা
-
ধরন: মিঠা পানির হ্রদ
-
সংযোগ: সেন্ট লরেন্স নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত
-
আয়তন: প্রায় ৯৪,২৫০ বর্গ মাইল (২৪৪,১০৬ বর্গ কিমি)
-
আন্তর্জাতিক বিস্তৃতি: কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র
-
মুখ্য লেকসমূহ (৫টি):
১. সুপিরিয়র (Superior)
২. মিশিগান (Michigan)
৩. হুরন (Huron)
৪. এরি (Erie)
৫. অন্টারিও (Ontario)

0
Updated: 1 month ago
জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'সনদ সংশোধন করা যেতে পারে'?
Created: 1 week ago
A
৪৯ নং ধারা
B
১০৮ নং ধারা
C
৪৬ নং ধারা
D
১১০ নং ধারা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।
অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।

0
Updated: 1 week ago