ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
A
বেলজিয়াম
B
ফ্রান্স
C
ইতালি
D
জার্মানি
উত্তরের বিবরণ
ওয়াটারলু যুদ্ধ হলো বিখ্যাত যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে সংঘটিত এক যুদ্ধ, যা ঘটেছিল ১৮১৫ সালে।
মূল তথ্য:
-
পরাজিত: নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের সামরিক নেতা
-
পরাজয়ের পর: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়
-
নেপোলিয়নের মৃত্যু: ১৮২১ সালে
-
বিজয়ী সেনাপতি: আরথার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
উৎস:
0
Updated: 1 month ago
'আবু শায়াফ’ কোন দেশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী?
Created: 2 months ago
A
সোমালিয়া
B
আফগানিস্তান
C
লিবিয়া
D
ফিলিপাইন
Abu Sayyaf Group (ASG)
-
অর্থ: "তলোয়ারধারী পিতা" / Father of the Sword
-
ধরন: ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন
-
দেশ: ফিলিপাইন (মূলত দক্ষিণাঞ্চল – Mindanao ও Sulu দ্বীপপুঞ্জ)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯১
-
প্রতিষ্ঠাতা: আব্দুররাজাক আবুবাকর জানজালানি
মূল উদ্দেশ্য
-
দক্ষিণ ফিলিপাইনে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’
-
শরীয়াহ আইন প্রতিষ্ঠা
উল্লেখযোগ্য ঘটনা
-
২০০০: মালয়েশিয়ার পর্যটক অপহরণ
-
২০০৪: ফেরি বিস্ফোরণ, নিহত ১১৬ (ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা)
-
২০১৬: কানাডিয়ান জিম্মিদের হত্যা
আন্তর্জাতিক স্বীকৃতি
-
যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
📌 Source: BBC News
0
Updated: 2 months ago
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
-
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম
-
তারিখ: ১৮১৫
-
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন
-
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
-
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
0
Updated: 1 month ago
Arms Trade Treaty (ATT)-এর মূল উদ্যোক্তা কে?
Created: 1 month ago
A
অস্কার অ্যারিয়াস
B
মেনাচেম বেগিন
C
রিচার্ড নিক্সন
D
বর্ণিত সবাই
Arms Trade Treaty (ATT) হলো প্রচলিত আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি, যা প্রচলিত অস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে গৃহীত। চুক্তির প্রস্তাবক ছিল জাতিসংঘ, এবং এটি ২ এপ্রিল, ২০১৩ সালে স্বাক্ষরিত হয় (জাতিসংঘ সাধারণ পরিষদে), কার্যকর হয় ২৪ ডিসেম্বর, ২০১৪। বর্তমানে ১১৬টি দেশ চুক্তি অনুমোদন করেছে, আর ২৬টি দেশ স্বাক্ষর করেছে কিন্তু এখনও অনুমোদন দেয়নি।
-
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি অস্কার অ্যারিয়াস (Oscar Arias) ছিলেন ATT ধারণার মূল প্রবক্তা
-
যুক্তরাজ্য ২০০৬ সালে ATT প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম ATT-এর পক্ষে ব্যাপক প্রচারণা চালায়
-
চূড়ান্তভাবে ATT ২০১৩ সালে স্বাক্ষরিত হয়
উৎস:
0
Updated: 1 month ago