মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
ইসরায়েল
B
ইউক্রেন
C
যুক্তরাজ্য
D
ইরান
উত্তরের বিবরণ
মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা, যা কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
-
পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বৈশ্বিক মর্যাদা: বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি
-
কার্যক্রম ও বাজেট: কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়
অন্য দেশের সমতুল্য গোয়েন্দা সংস্থা:
-
পাকিস্তান: ISI
-
ইরান: IROIIM
উৎস:
0
Updated: 1 month ago
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশের সংখ্যা কতটি? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
১টি
B
৩টি
C
২টি
D
৪টি
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়।
-
সদর দপ্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
-
প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ১২টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ (আগস্ট, ২০২৫)।
-
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ দুটি: তুরস্ক (১৯৫২) এবং আলবেনিয়া (২০০৯)।
-
সর্বশেষ সদস্য: সুইডেন, ২০২৪ সালে ন্যাটোর ৩২তম সদস্য পদ লাভ করে।
0
Updated: 1 month ago
কার্টাগেনা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Created: 2 months ago
A
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
B
জৈব নিরাপত্তা
C
সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক বাণিজ্য নীতি
কার্টাগেনা প্রটোকল
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
সংজ্ঞা: এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
উদ্দেশ্য: জৈবপ্রযুক্তি সংক্রান্ত সুরক্ষা এবং জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ।
-
অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে – শহরের নামানুসারে প্রোটোকলের নামকরণ।
-
গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিয়েল শহরে গৃহীত ও কার্যকর।
-
স্বাক্ষর: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৩টি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
স্বাক্ষর: ২০০০
-
অনুমোদন: ২০০৪
উৎস: UNTC ওয়েবসাইট [লিঙ্ক]
0
Updated: 2 months ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট
0
Updated: 2 months ago