মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
ইসরায়েল
B
ইউক্রেন
C
যুক্তরাজ্য
D
ইরান
উত্তরের বিবরণ
মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা, যা কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
-
পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বৈশ্বিক মর্যাদা: বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি
-
কার্যক্রম ও বাজেট: কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়
অন্য দেশের সমতুল্য গোয়েন্দা সংস্থা:
-
পাকিস্তান: ISI
-
ইরান: IROIIM
উৎস:

0
Updated: 1 day ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন

0
Updated: 1 month ago
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 1 month ago
A
পক প্রণালী
B
মালাক্কা প্রণালী
C
দার্দানেলিস প্রণালী
D
বেরিং প্রণালী

0
Updated: 1 month ago
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 week ago
A
পেতংতার্ন সিনাওয়াত্রা
B
অনুতিন চার্নভিরাকুল
C
স্রেত্থা থাভিসিন
D
থাকসিন শিনাওয়াত্রা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
-
নাম: অনুতিন চার্নভিরাকুল
-
নির্বাচন: ৫ সেপ্টেম্বর ২০২৫, পার্লামেন্ট ভোটাভুটি
-
ভোট: ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ সদস্যের মধ্যে ৩১১ ভোট পান
-
পদ গ্রহণ: পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে প্রধানমন্ত্রী
-
পেশাগত পটভূমি: নির্মাণ খাতের বড় ব্যবসায়ী; আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী
-
বিখ্যাত কর্মকাণ্ড: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে সর্বাধিক পরিচিত
-
বয়স: ৫৮ বছর

0
Updated: 1 week ago