মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
ইসরায়েল
B
ইউক্রেন
C
যুক্তরাজ্য
D
ইরান
উত্তরের বিবরণ
মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা, যা কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
-
পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বৈশ্বিক মর্যাদা: বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি
-
কার্যক্রম ও বাজেট: কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়
অন্য দেশের সমতুল্য গোয়েন্দা সংস্থা:
-
পাকিস্তান: ISI
-
ইরান: IROIIM
উৎস:
0
Updated: 1 month ago
'আইজেনহাওয়ার মতবাদ' কীসের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
ইউরোপ
B
মধ্যপ্রাচ্য
C
দক্ষিণ পূর্ব এশিয়া
D
আফ্রিকা
আইজেনহাওয়ার মতবাদ হলো ১৯৫৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি. আইজেনহাওয়ার দ্বারা ঘোষিত একটি নীতি, যা মধ্যপ্রাচ্যে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব প্রতিরোধের লক্ষ্যে প্রণীত হয়।
-
প্রকাশকাল: ১৯৫৭
-
মূল লক্ষ্য: মধ্যপ্রাচ্যে কমিউনিজমের বিস্তার রোধ ও সোভিয়েত প্রভাব প্রতিরোধ
-
সাহায্য: যে কোনো মধ্যপ্রাচ্যের দেশ যদি কমিউনিস্ট আগ্রাসনের মুখে পড়ে, যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করবে
-
প্রসঙ্গ: শীতল যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ
0
Updated: 1 month ago
Federal Security Service (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
জার্মানি
D
ফ্রান্স
রাশিয়ার FSB হলো দেশের প্রধান জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, যা অভ্যন্তরীণ নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: Federal Security Service (FSB)
-
প্রতিষ্ঠার পূর্ব নাম: KGB
-
নাম পরিবর্তনের প্রক্রিয়া: রাশিয়ান রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন FSB নামকরণ করেন
-
প্রতিষ্ঠা: ১৯৯৪
-
সদরদপ্তর: মস্কো, রাশিয়া
0
Updated: 1 month ago
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
Created: 2 months ago
A
মাদাগাস্কার
B
গ্রিনল্যান্ড
C
বোর্নিও
D
নিউ গিনি
গ্রিনল্যান্ড সম্পর্কিত তথ্য
-
অবস্থান ও আকৃতি:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে
-
দ্বীপটির অধিকাংশ উত্তর অর্ধগোলার মধ্যে
-
-
রাজনৈতিক অবস্থা:
-
ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র
-
রাজধানী: নুক (Nuuk)
-
আয়তন: ২১,৬৬,০০০ বর্গ কিমি (প্রায়)
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপের আয়তন:
-
নিউ গিনি: ৮২১,৪০০ বর্গ কিমি
-
বোর্নিও: ৭৪৮,১৬৮ বর্গ কিমি
-
মাদাগাস্কার: ৫৮৭,২৯৫ বর্গ কিমি
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago