কোন দুটি দেশের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল?
A
ফ্রান্স-জার্মানি
B
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C
ইংল্যান্ড ও ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
উত্তরের বিবরণ
শতবর্ষ যুদ্ধ হলো ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংঘটিত দীর্ঘকালীন যুদ্ধ, যা চলেছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
মূল তথ্য:
-
যুদ্ধের সূচনা: ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসনের দাবিতে
-
ফ্রান্সের সেনাপতি: জোয়ান অব আর্ক
-
ফলাফল: বিজয়ী ফ্রান্স
উৎস:

0
Updated: 1 day ago
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বর্তমানে জিডিপিতে শীর্ষ অর্থনীতির দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
জার্মানি
C
যুক্তরাজ্য
D
যুক্তরাষ্ট্র
জিডিপি:
- জিডিপি একটি দেশের অর্থনীতির ব্যাপকতা মূল্যায়নের জন্য একটি মূল মেট্রিক হিসাবে কাজ করে।
- একটি দেশের জিডিপি পরিমাপ করার ভোগ্যপণ্য, নতুন বিনিয়োগ, সরকারি ব্যয় এবং রপ্তানির নিট মূল্যের উপর মোট ব্যয়ের সমষ্টি দ্বারা মোট প্রাপ্ত করা হয়।
- এই নিবন্ধটির লক্ষ্য ২০২৫ সালে বিশ্বের দশটি বৃহত্তম অর্থনীতির অন্তর্দৃষ্টি প্রদান করা,
- জিডিপিতে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।
- ভারত চতুর্থ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য ষষ্ঠ অর্থনীতির দেশ ।

0
Updated: 1 month ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 3 weeks ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago