নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
A
আরব-রাশিয়া
B
চীন-জাপান
C
যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
D
আরব-ইসরাইল
উত্তরের বিবরণ
ইয়োম কিপুর যুদ্ধ হলো চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ, যা সংঘটিত হয় ১৯৭৩ সালে।
মূল তথ্য:
-
যুদ্ধের সময়: ইহুদিদের পবিত্র ইয়োম কিপুর দিবসে, এবং মুসলিমদের রমজান মাসে
-
আরব দেশসমূহ তেল অবরোধের মাধ্যমে পাশ্চাত্যকে চাপ দেয়
-
আরব জোটের মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেঙে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে প্রবেশ করে
-
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ মিত্রদের সমর্থন প্রদান করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে
-
যুদ্ধকে এছাড়াও অক্টোবর যুদ্ধ বা রমজান যুদ্ধ নামেও ডাকা হয়
উৎস:

0
Updated: 1 day ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ

0
Updated: 1 month ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 1 week ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago