নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
A
আরব-রাশিয়া
B
চীন-জাপান
C
যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
D
আরব-ইসরাইল
উত্তরের বিবরণ
ইয়োম কিপুর যুদ্ধ হলো চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ, যা সংঘটিত হয় ১৯৭৩ সালে।
মূল তথ্য:
-
যুদ্ধের সময়: ইহুদিদের পবিত্র ইয়োম কিপুর দিবসে, এবং মুসলিমদের রমজান মাসে
-
আরব দেশসমূহ তেল অবরোধের মাধ্যমে পাশ্চাত্যকে চাপ দেয়
-
আরব জোটের মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেঙে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে প্রবেশ করে
-
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ মিত্রদের সমর্থন প্রদান করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে
-
যুদ্ধকে এছাড়াও অক্টোবর যুদ্ধ বা রমজান যুদ্ধ নামেও ডাকা হয়
উৎস:
0
Updated: 1 month ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 2 months ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট
0
Updated: 2 months ago
আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
ওমান উপসাগর
B
লোহিত সাগর
C
পারস্য উপসাগর
D
আরব সাগর
'আবু মুসা দ্বীপ':
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে।
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
- বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।
উৎস ব্রিটানিকা।
0
Updated: 2 months ago
'AUKUS' জোটের সদস্যদেশ কোনগুলো?
Created: 1 month ago
A
জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
B
রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
D
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
AUKUS হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত।
-
চুক্তির অংশগ্রহণকারী দেশ: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি
-
কার্যকর হওয়ার তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২১
-
মূল সুবিধা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে
0
Updated: 1 month ago